মিয়ানমারের সেনাবাহিনী রো’হিঙ্গাদের মান’বাধিকার লং’ঘন করেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সেই সঙ্গে মিয়ানমার যে আপত্তি জানিয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন এ আদালত। এছাড়া রোহিঙ্গা গণহ’ত্যার এ মা’মলা চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বি’চার আ’দালত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নেদারল্যান্ডসের হেগে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) রায় পড়া শুরু করেন আদালতের প্রেসিডেন্ট আব্দুল কাওয়াই আহমেদ ইউসুফ।
পঠিত রায়ে বিচারপতিরা আরও বলেছেন, রো’হিঙ্গাদের নি’রাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার সরকার। গণহ’ত্যার দায় এরাতে পারে না তারা। আইসিজের অফিসিয়াল ওয়েবসাইটে এ রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। রায় ঘোষণায় এক ঘণ্টারও বেশি সময় লাগবে বলে খবরে জানানো হয়। আইসিজে রো’হিঙ্গা গণহ’ত্যা, স’হিংসতা ও নি’পীড়নের প্রশ্নে মিয়ানমারের বি’রুদ্ধে অন্তর্বর্তী আদেশ দেবেন বলে মনে করা হচ্ছে।
এছাড়াও প্রাথমিক আন্তর্জাতিক বিচার আ’দালত (আইসিজে) রায়ে জানানো হয়, মিয়ানমারের রাখাইনে রো’হিঙ্গা নি’ধন বন্ধ করতে হবে। সেখানে যারা মানবাধিকার ল’ঙ্ঘন করছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সং’খ্যালঘু রো’হিঙ্গাদের ওপর যে অ’ত্যাচার চালানো হয়েছে গাম্বিয়া সেসব তথ্য-প্রমাণ তুলে ধরেছে তা মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে উঠে এসেছে। বি’পরীত দিকে সুস্পষ্ট তথ্য আদালতে উপস্থাপন করতে পারেনি মায়ানমায়। প্রতিটি জনগোষ্ঠীকে গ’ণহত্যার হাত থেকে রক্ষা করার দায়িত্ব আদালতের। আই’সিজেতে রো’হিঙ্গা গণহ’ত্যা মাম’লার রায় পড়ে শোনান আ’দালতের প্রেসিডেন্ট আব্দুল কাবি আহমেদ ইউসুফ।