ভারত-চীন সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে লাদাখ নিয়ে মস্কোয় বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে ভারত এবং চীনের প্রতিরক্ষামন্ত্রীর।
শুক্রবার ভারতীয় প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, দুই পক্ষই আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে।
শুক্রবার ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে প্যাংগংয়ে সেনা বাহিনীর যে ট্রুপের সঙ্গে চীনের সেনার সংঘাত হয়েছে, তাদের সঙ্গে কথা বলেছেন।
সেনাপ্রধান জানিয়েছেন, উত্তেজক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আরো সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভারত শান্তিপূর্ণ সমাধান চায় বলেও দাবি করেছেন তিনি।
এসসিও এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিন দিনের মস্কো সফরে রয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে তাঁর।
সেখানে অস্ত্র কেনাবেচা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে পাকিস্তানের প্রসঙ্গও উঠেছিল। রাশিয়া পাকিস্তানকে যাতে অস্ত্র বিক্রি না করে, সে বিষয়ে রাজনাথ অনুরোধ জানিয়েছেন বলে সূত্র জানিয়েছে।
মস্কোতেই রাজনাথের সঙ্গে চীনের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক হতে পারে বলে জানা গেছে। সেখানে লাদাখ নিয়ে আলোচনা হওয়ার কথা।
মস্কোয় দুই দেশের মন্ত্রীর আলোচনা গুরুত্বপূর্ণ হবে। তবে এখনই কোনো সমাধানসূত্র মিলবে বলে তাঁরা মনে করছেন না। শীত পর্যন্ত সংকট থাকবে বলেই তাঁদের ধারণা। কারণ, চীন এবং ভারত কোনো পক্ষই অপর পক্ষের প্রস্তাব মানতে রাজি নয়।
প্রস্তাব মানলে প্যাংগং এবং গোগরা অঞ্চলে তাদের নিজেদের জমি ছেড়ে পিছিয়ে আসতে হবে। তাতে কোনো পক্ষই রাজি হবে বলে মনে হয় না।
লাদাখ সীমান্ত নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ২৯ এবং ৩১ অগাস্ট ফের দুই পক্ষের মধ্যে সংঘাত হয়েছে। গত পাঁচ দিন ধরে ভারত এবং চীনের কম্যান্ডার স্তরের সেনা অফিসারদের মধ্যে বৈঠক চলছে চুসুলে।
কিন্তু এখনো পর্যন্ত সেখান থেকে কোনো সমাধানসূত্র বের হয়নি। কোনো পক্ষই পিছু হঠতে রাজি হচ্ছে না।
ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…
বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…
"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…
আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
Leave a Comment