সাম্প্রতিক শিরোনাম

সরকারি চাকুরিতে মার্কিন নাগরিকদের অগ্রাধিকার দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি

সরকারের সংস্থাগুলোতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অগ্রাধিকার দিতে একটি নির্বাহী আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে বলা হয়েছে, যেসব নাগরিক সরকারি সংস্থাগুলোতে কাজ করছেন তাদেরকে পদচ্যুত করে বিদেশি কর্মীদের নিয়োগ দেয়া যাবে না। একই সঙ্গে, নতুন করে নিয়োগের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের অগ্রাধিকার দিতে হবে।

নির্বাহী আদেশে বিশেষ করে এইচ-ওয়ান বি ভিসার কথা উল্লেখ করা হয়েছে। এই ভিসা প্রোগ্রাম থেকে সব থেকে বেশি সুবিধা পেয়ে আসছিল ভারতীয় নাগরিকরা। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার নতুন একটি নীতিমালা প্রণয়ন করেছে যেখানে সরকারি সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের কর্মী হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেবে। এতে আরো বলা হয়, যোগ্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের বঞ্চিত করে অন্য দেশের কর্মী নিয়োগ করা একটি অন্যায্য প্রক্রিয়া।

এ নির্বাহী আদেশের পর থেকে কেন্দ্রীয় সরকারি সকল সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিয়োগ নিশ্চিতে অভ্যন্তরীণ জরিপ পরিচালনা করবে।

দেশটিতে বিদেশি কর্মীদের নিয়োগের বিষয়টি দেখভাল করে যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়। নতুন এই নির্বাহী আদেশের প্রভাব সেখানেও পড়বে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রে এইচ-ওয়ান বি ভিসার অপব্যবহার বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউসের দাবি, নিয়োগদাতারা এই ভিসার অপব্যবহার করে যোগ্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের বঞ্চিত করছে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...