কিং আব্দুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএসিএসটি) থেকে অ্যাপটি তৈরি করা হচ্ছে। সংস্থাটির পরিচালক বাসিল আল-ওমির সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এক বছরের ভেতর আমরা অ্যাপটি আনার চেষ্টা করছি।’
তিনি জানান, ‘আমাদের দেশে যত অ্যাপ আছে সব বাইরের সার্ভারে যুক্ত। নিয়ন্ত্রণও করে বিদেশি প্রতিষ্ঠান। যার কারণে অনেক সমস্যা হতে পারে। আমরা যেটি তৈরি করছি তাতে নাগরিকদের কোনো বিপদ থাকবে না।’
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব এই মুহূর্তে সাধারণ ব্যবহারকারীদের টার্গেট করছে না।
শুরুর দিকে বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠানের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে, যার মাধ্যমে কর্মকর্তারা নিরাপদে ফাইল পাঠানো থেকে শুরু করে চ্যাটিং করতে পারবেন।
অ্যাপটির নিরাপত্তা বিষয়ক ফিচার এখন উন্নত করা হচ্ছে। মোবাইলের পাশাপাশি অ্যাপটি ডেস্কটপেও ব্যবহার করা যাবে।