৭২ ঘন্টার মধ্যেই আসছে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

১২ তারিখে তারা করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করবে। দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিডনেভ শুক্রবার সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট।করোনাভাইরাসের টিকা আবিষ্কারের দৌড়ে পাঁচটি দেশ এগিয়ে রয়েছে। এদের প্রত্যেকেই দাবি করছে তারাই করোনার টিকা আবিষ্কারে প্রথম হবে।

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জার্মানি এবং রাশিয়া টিকা আবিষ্কারের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে। এছাড়াও বিশে^র বিভিন্ন দেশে ১৭০টি সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে কাজ করা হচ্ছে। তবে এই তালিকায় প্রথম হওয়ার চেষ্টা করছে যুক্তরাজ্য, চীন এবং রাশিয়া। চীন গত ২৬ জুন করোনার একটি ভ্যাকসিন অনুমোদন দিয়েছে।

এটিই করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন। এই দাবির পক্ষে যথেষ্ট যৌক্তিক তথ্য উপাত্ত প্রকাশ করেনি দেশটি। অনুমোদন দিয়ে আবার বাইরের কোন দেশে ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়েল দেয়ার চেষ্টা করা হচ্ছে। এতে করে চীনের এই প্রথম হওয়ার ঘোষণা কেউ মানতে নারাজ। সিনোভ্যাক এর ট্রায়েল বাংলাদেশেও দিতে চেয়েছে চীন। যদিও সরকার এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত জানায়নি। তবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে চীন এই ট্রায়েল শুরু করেছে।

প্রথম হওয়ার ঘোষণার পর রাশিয়া বলছে আগামী ১২ আগস্ট তারাই করোনার প্রথম ভ্যাকসিন আনতে যাচ্ছেন। এখন ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়েল চলছে। রাশিয়াও চীনের মতোই ভ্যাকসিনটির কোন ট্রায়েলের খবর কাউকে জানায়নি।ভ্যাকসিনটি এখন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে আছে।

এক ক্যান্সার সেন্টার উদ্বোধন করতে গিয়ে গ্রিডনেভ সাংবাদিকদের বলেন, লিনিক্যাল ট্রায়াল খুবই গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের নিশ্চিত হতে হবে, ভ্যাকসিনটি মানুষের দেহে নিরাপদ। স্বাস্থ্যকর্মী ও বেশি বয়সের মানুষদের আগে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

এর আগে ১২ জুলাই রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা।

২২ জুলাই রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের ভ্যাকসিনটি প্রস্তুত। রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, ভ্যাকসিন তৈরির কাজ শেষ হয়েছে।বিশ্বের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন আসছে ১২ আগস্ট। রাশিয়াতেই তৈরি হয়েছে সেই ভ্যাকসিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ের সঙ্গে যৌথভাবে এ ভ্যাকসিন তৈরি করেছে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট। রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি ফলাও করে প্রকাশ করা হয়েছে। এর আগে অবশ্য মস্কোর তরফ থেকে জানানো হয়েছে অক্টোবরেই ভ্যাকসিন দেয়া হবে।

ভ্যাকসিনেশন অর্থাৎ বহু মানুষকে একসঙ্গে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা তৈরি করা হচ্ছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো এমনটাই জানিয়েছিলেন।

চীন এবং যুক্তরাজ্যের পাশাপাশি মার্কিনীরাও দাবি করছে বছরের শেষ বা আগামী বছরের শুরুতে তাদের টিকাও বাজারে আসবে। মার্কিন কোম্পানি মর্ডানা, ফাইজার এবং সঙ্গে জার্মান কোম্পানি এনবায়োটেক মিলে দুটি টিকা উৎপাদন করছে। করোনার ভয়াবহতা যত বাড়ছে বিশে^ টিকা আবিষ্কারের প্রচেষ্টার সঙ্গে এখন প্রথম হওয়ার পাল্লায় মেতেছে বিশ্ব। যদিও দ্রুত টিকা আবিষ্কারের ফলে মানব সভ্যতার ক্ষতির শঙ্কা রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

ভ্যাকসিনটির প্রথম ডোজ শরীরে ইনজেক্ট করার ২১ দিনের মাথায় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে।

ডক্টর নাওয়াল আহমেদ আলকাবি বলেন, ধারণার চেয়েও দ্রুত কাজ হচ্ছে। গবেষকদের সরব অংশগ্রহণে এবং আমিরাত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাগ্রতায় এখানে প্রায় ১৫ হাজার স্বেচ্ছাসেবী ভ্যাকসিনটি গ্রহণ করছেন। আশা করছি, আপনাদের কাজের প্রতি নিষ্ঠা খুব দ্রুত কাজ শেষ করতে সক্ষম করবে। খুব দ্রুতই ‘ই-৮৫’ নামের এই ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের ফল পাওয়া যাবে।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

রাওয়ালপিন্ডিতে বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…

August 24, 2025

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…

April 24, 2025

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…

February 26, 2025

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…

December 29, 2024

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024
Sponsored