সাম্প্রতিক শিরোনাম

ফ্রেন্ডদের মাঝে ৬০ লাখ রুপি বিলি!

বাড়ির আলমারিতে গচ্ছিত ছিল ৬০ লাখ রুপি। পরিবাবের সবার অগোচরে আলমারি হতে সেই মোটা অংকের অর্থ নিজের করে নেন এক কিশোর। পরে তা বন্ধুদের মাঝে বিলি করলেন ভারতের মধ্যপ্রদেশের জাবালপুরের ওই কিশোর।


গেল বন্ধুদিবসে নিজেকে জাহির করানোর উদ্দেশ্যেই নাকি সে এইরকম কাণ্ড করে। এমনকী প্রেমিকাকে ১টি সোনার আংটিও পুরস্কার দিয়েছে সে। দশমশ্রেণী পড়ুয়া ছেলের এহেন কীর্তি দেখে হতবাক তার বাবা।
জি-নিউজ জানায়, ঘটনা প্রকাশ্যে আসে কিশোরের পিতা ব্যাংকে রুপি জমা দেওয়ার জন্য যাওয়ার সময়। তিনি আলমারি খুলে দেখেন প্রায় সব অর্থ উধাও। চুরি হয়েছে চিন্তা করে পুলিশকে জানান তিনি। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা।


পুলিশ জানিয়েছে, ওই কিশোরের জন্মদাতা প্রস্তুত ব্যবসায়ী। সাম্প্রতিক কালে ১টি বাড়ি বিক্রি করে ৬০ লাখ রুপি বাড়ির আলমারিতে রাখেন। ক’দিন পর সেই টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য আলমারি খুলে দেখেন সেখানে রয়েছে মাত্র ১৪ লাখ রুপি। বাকি ৪৬ লাখ রুপি চুরি গেছে বিবেচনা করে পুলিশে নালিশ করেন তিনি।
তদন্তে নেমে বাড়ির কাজের লোকদের জিজ্ঞাসা চালু করে পুলিশ। এরই মধ্যে অভিযোগকারীর ছেলের আচরণে অবিশ্বাস হয় তদন্তকারীদের। ১০ম শ্রেণির ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাতেই বেরিয়ে আসে মৌলিক ঘটনা।


জিজ্ঞাসাবাদে ওই নবযুবক জানায়, বন্ধুদের নিকট নিজের ক্ষমতা জাহির করতে আলমারি হতে রুপি নিয়ে বিলি করে দিয়েছে সে। ফ্রেইন্ডশিপ ডে উপলক্ষে ৪৬ লাখ রুপি ফ্রেন্ডদের বখশিশ দিয়েছে সে। প্রেমিকাকে দিয়েছে স্বর্ণের আংটি।
পরে কিশোরের দেওয়া ইনফরমেশন অনুসারে তার ফ্রেন্ডদের কাছ থেকে রুপি ফেরত নেওয়া চালু করে পুলিশ। কিন্তু এই ঘটনায় ওই কিশোরের বিরুদ্ধে মামলা করেনি পুলিশ।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...