সাম্প্রতিক শিরোনাম

বঙ্গবন্ধুর আরও একটি ওয়াদা পূরণ

দেশের মিলে উৎপন্ন কাপড়ের ডিস্ট্রিবিউটারশীপ, পাইকারী ডিলারশীপ ও এ ধরনের অন্যান্য এজেন্সি ব্যবস্থা বাতিল করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোমবার আদেশ প্রদান করেছেন।

সুষ্ঠ বণ্টনের নিশ্চয়তা বিধান এবং জনসাধারণ যাতে ন্যায্যমূল্যে কাপড় পেতে পারে, তজ্জন্য মিলে উৎপন্ন সুতিবস্ত্র এখন সারাদেশে কাপড় দোকানদার সমিতির মাধ্যমে বিক্রি হবে। পণ্যদ্রব্য যাতে সরাসরি জনগণের হাতে গিয়ে পৌছে।

তজ্জন্য মধ্যস্বত্বভােগীদের নির্মূল করার ঘােষণা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে সরকার সােমবার লাইসেন্স প্রাপ্তিকোটা ও পারমিটের মাধ্যমে সূতা বণ্টন ব্যবস্থা বাতিল করে দিয়েছেন। অবিলম্বে এ আদেশ কার্যকরী হবে।

প্রধানমন্ত্রী প্রদত্ত এ আদেশ মােতাবেক মিলে উৎপাদন সুতা এখন থেকে রেশন কার্ডের ভিত্তিতে প্রদত্ত তাঁতিদের নিকট

বাংলাদেশ ক্ষুদ্রশিল্প কর্পোরেশনের মাধ্যমে সরাসরি বণ্টন করা হবে। কাপড় বণ্টনের এ ব্যবস্থায় বঙ্গবন্ধুর একটা ওয়াদা পরণ হলাে। দেশে কাপড়ের মূল্য হ্রাস করে জনগণের কল্যাণ সাধনই এ ব্যবস্থার মূল লক্ষ্য।

দেশে প্রায় ৪৪ টি কাপড়কল রয়েছে। এসব কাপড়লে মাত্র ৩ কোটি গজের মতাে কাপড় উৎপাদন হয়। অথচ দেশে কাপড়ের মােট চাহিদার পরিমাণ হলাে প্রায় ৯০ কোটি গজ। পাকিস্তান বাংলাদেশে প্রায় ১১ কোটি গজের মতাে কাপড় রপ্তানি করতাে।

বাদবাকি চাহিদা তাঁত শিল্প থেকে পূরণ হত। দেশে বণ্টন ব্যবস্থার এ বৈপ্লবিক কার্যক্রমের ফলে কাপড়ের দাম কমবে বলে আশা করা যাচ্ছে। তবে সকল কাপড়কল সুষ্ঠুভাবে চালু করতে কিছু সময় লাগবে। কারণ, দুটি কাপড়কলের সাজসরঞ্জাম এসে গেছে বলে জানা গেলেও কিছু কিছু কাপড়কল মেরামত করার প্রয়ােজন আছে।

সুতা বন্টন :
সুতা বণ্টনের এ নয়া ব্যবস্থা দেশব্যাপী তাঁতিদের নিকট সুষ্ঠু ও দ্রুত সুতা বণ্টনের নিশ্চয়তা বিধান করবে। গত ২৪ বছরের মধ্যে এ ব্যবস্থা এই প্রথম। এর ফলে তাঁতবস্ত্রের দাম কমবে। এবং মানও উন্নত হবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশে প্রায় তিন লাখ তাত আছে। এসব তাতই দেশের কাপড়ের মােট চাহিদার প্রায় ৮০ ভাগ পূরণ করে থাকে। তবে অতীতে এসব তাতিরা মধ্যস্বত্বভােগী লােকের কারসাজির শিকার হন।

এছাড়াও ত্রাস ও নির্যাতনের ৯ মাসকালে পাকিস্তানি সেনাবাহিনী এদের বহু সংখ্যক লােককে হত্যা করেছে। প্রাথমিক হিসেবে দেখা যায়, দখলদারবাহিনীর আমলে শতকরা ৪০ ভাগ তাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকার এসব তাতিদের পুনর্বাসনের চেষ্টা করছেন। অচালু তাতসমূহও চালুর চেষ্টা চলছে। দেশে বড় বড় তাঁতশিল্প কেন্দ্রও রয়েছে।

এর মধ্যে শাহজাদপুর, পাবনা, নরসিংদী, বাবুপুরা, কুমারখালী ও টাঙ্গাইলই হলাে প্রধান। সকল তাঁত চালু হলে বাংলাদেশে মাসে তাঁতের জন্য ৩০ হাজার বেল সুতাে প্রয়ােজন হয়।

এ পারমাণের সুতাে প্রায় সবই দেশের মিলেই উৎপাদন হতাে। ১ কোটি ৬০ লাখ পাউন্ডের মতাে সুতাে পাকিস্তান থেকে আমদানি করতে হতাে।

কম করেও যে দশ লাখ তাতি কিছুদিন যাবৎ প্রায় বেকার হয়ে রয়েছে, এ ব্যবস্থার সাথে সাথেই তারা তৎপর হয়ে উঠবে।

ইতােমধ্যে বাংলাদেশ ক্ষুদ্র শিল্প কর্পোরেশনকে দেশের তাতিদের সঠিক সংখ্যা নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

কপােরেশন তাতদের রেশন কার্ড তৈরির কাজেও সাহায্য করবে। বাংলাদেশ ক্ষুদ্র কর্পোরেশন ইতােমধ্যেই প্রায় ৩ লাখ রেশন অর্ডারের ফরম বিলি করেছে। এ সংখ্যা আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে। ৫৩

( Reference:
১৫ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ, p 355)

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...