তাহের ও হায়দার এসএসজি কমান্ডো ছিলেন। তারা একটি প্রতিষ্ঠানে মাসের পর মাস বিভিন্ন কলাকৌশলের উপর কমান্ডো ট্রেনিং নিয়ে এসএসজিতে পদায়নও হয়েছিলেন।
এসএসজি এর দুটি ব্যাটেলিয়ন পূর্ব পাকিস্তানে মোতায়েন ছিল একটি কুমিল্লায় অপরটি রাঙ্গামাটিতে। ২৫ মার্চ অপারেশন সার্চ লাইটে শেখ মুজিবকে গ্রেফতারের জন্য ২ এসএসজি এর অধিনায়ক লেঃ কঃ জেড এ খানের নেতৃত্ব এ মেজর বিল্লালের কোম্পানির উপর নেস্ত ছিল।
চট্টগ্রামে সার্চ লাইট বাস্তবায়নে ৩ এসএসজি লেঃ কঃ মুহাম্মদ সুলেইমান এর উপর নেস্ত ছিল। ১৬ ডিসেম্বর ১৯৭১ তিনি হেলিকপ্টার যোগে বার্মা পালিয়ে যান।
তিনি কমান্ডো পারভেজ মোশাররফের বন্ধু ছিলেন। পারভেজ মোশাররফ পরে সেনা প্রধান ও প্রেসিডেন্ট হন।
অপর আরেকজন কমান্ডোর ছবি দেয়া হয়েছে তিনি সবচে দক্ষ কমান্ডো ছিলেন ব্রিগেডিয়ার থাকা অবস্থায় তিনি প্যারা জাম্প দিয়ে প্যারাসুট না খোলায় মারা যান।