সাম্প্রতিক শিরোনাম

১৫ মে ১৯৭১, ঊনপঞ্চাশ বছর আগে সেদিন ছিল শনিবার গঠিত হয়েছিল রাজাকার বাহিনী

পাকিস্তান নামের রাহু’র গ্রাসে আমাদের জন্মভূমি। মানবতার চূড়ান্ত অবমাননার কালে ‘শনির দশা’ হিসেবে সাতচল্লিশ বছর আগে এদিন অবরুদ্ধ বাংলাদেশে আবির্ভূত হয়েছিল ‘রাজাকার’ নামের কুখ্যাত ঘাতক বাহিনী।

জামায়াতে ইসলামের পূর্ব পাকিস্তান শাখার সহকারী আমির মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ (এ.কে.এম. ইউসুফ নামে কুখ্যাত) খুলনার খানজাহান আলী রোডে একটি আনসার ক্যাম্পে ৯৬ টি অমানুষের সমন্বয়ে প্রথম রাজাকার বাহিনী গঠন করে।

রাজাকার বাহিনী গঠনের ১৬ দিনের মাথায় ১ জুন ১৯৭১ সালে ‘বাংলা ও বেলুচিস্তানের কসাই’ টিক্কা খান পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স-১৯৭১ জারি করে আনসার বাহিনীকে রাজাকার বাহিনীতে রূপান্তরিত করেছিল। এই কুখ্যাত ঘাতক বাহিনীর নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানপন্থী জামায়াতে ইসলাম,মুসলিম লীগ সহ অন্যান্য দলীয় নেতৃত্বের হাতে।

পরবর্তীতে ৭ সেপ্টেম্বর ১৯৭১ সালে, পাকিস্তানী সামরিক জান্তার ঘোষিত এক ফরমানে রাজাকার বাহিনীর সদস্যদের সেনাবাহিনীর সদস্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল। মুক্তিকামী মানুষের স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা দমনের উদ্দেশ্যে এই কুখ্যাত বাহিনী সদস্যরা ১৫ দিন মেয়াদী প্রশিক্ষণ নিত।

কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী আচরণ থাকা সত্ত্বেও সামগ্রিকভাবে এ বাহিনীর অমানুষ সদস্যরা পাকিস্তানী হার্মাদ’দের সহযোগী হিসেবে খুন,ধর্ষণ,হত্যা,লুণ্ঠন ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন নৃশংসতার সাথে যুক্ত ছিল। স্মর্তব্য, পাকিস্তানপন্থী বেঈমানদের ভেতর ‘পালের গোদা’ হিসেবে পরিচিত শীর্ষ অমানুষগুলোর বিচার সম্পন্ন ও চলমান রয়েছে।

তবে চুনোপুঁটি রাজাকারদের বর্বরতা কোন অংশেই কম ছিলোনা। প্রত্যাশা করি, বেঁচে থাকা সেসব অমানুষদের বিচার প্রক্রিয়াও সম্পন্ন হবে দ্রুত গতিতে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...