সাম্প্রতিক শিরোনাম

আকুথেরাপিষ্ট জাকির উল্লাহ্ মানবতার ফেরিওয়ালা হয়েও সে অ'ভাবের প্রতিচ্ছবি

বোরহান মেহেদীঃ সৃজনশীল কাজকে বুকে ধারণ করে সময়ের সাক্ষী হয়ে কিছু মানুষ পৃথিবীত বিচরন করে, এমন কেউ কেউ চিরদিন অবহে’লিত থেকে যায়। এটি হয়তো তার ভাগ্যচ’ক্রের ফেরই বলা চলে।

এমনি একজন প্রকৃতিমনা নিবেদিত মানুষ হচ্ছে এই মোঃ জাকির উল্লাহ্। পিতামৃত কারী আহাম্মদ উল্লাহ্ এর ছেলে। বাড়ি নরসিংদীর পলাশে কর্তেতৈল গ্রাম। ফাজর উল্লাহ্ এক ছেলে এক মেয়ের জনক। তার পেশা ও নে’শা আকুপ্রেসার থেরাপিষ্ট চিকিৎসা। অ’ভাব অ’নটনের সংসারে বড় হয়েছে, মেধা বিকাশের সুযোগ তেমন হয়নি। তবে এই চীনা আকুপ্রেসার পদ্ধতির চিকিৎসা বিদ্যা তার পুরোটাই দখলে।


সে চায়না আকুপ্রেসার কিট ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই ন্যাচারাল পদ্ধিতে অ’সুস্হ্য রো’গীকে সহজে সুস্হ্য করে তুলছেন। তার কাছে যে সব চিকিৎসা নিতে রো’গী আসেন, তার বেশীর ভাগই হচ্ছে প্যা’রালাইসেস। শরীরের বিভিন্ন অ’ঙ্গের অ’বস ভাবকে তিনি আকুপ্রেশার মেসেজে সারিয়ে তুলেন।

জাকির উল্লাহ্ এর সাথে আলাপ করে জানা যায়, এই ধরনের রো’গীর সংখ্যা অনেক কিন্তু আমার চায়না পদ্ধতির বিধিবিধানে অনেকেই আশ্বস্ত হচ্ছেনা। এই চিকিৎসার মর্ম এখনো চীনের মতো বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা বা প্রচার লাভ করেনি। তা ছাড়াও বিনালাভে তিনি ডায়াবিটিস আ’ক্রান্তদেরও শরীর চর্চা ও খাবার নিয়ন্ত্রনের মাধ্যমে ডায়বিটিস থেকে রক্ষা পাবার পরামর্শ দিয়ে থাকেন।


এছাড়াও আকুপ্রেসার চিকিৎসক জাকির উল্লাহ্ মানব সেবা মুলক কাজ করে ফিরছেন নিত্য। নিজ গ্রামের বা পার্শ্ববর্তী অঞ্চলে গিয়ে জ’টিল রো’গী বা অ’সুস্হ্যেরর খোঁজ খবরে সময় কাটান। কখনো কখনো ঢাকায় নিয়ে গিয়েও যথাযত চিকিৎসা দিতে তাদের সহযোগিতার হাত বাড়াচ্ছেন। অনেক সরল ও মানবতার সেবক শুধু আকুপ্রেসার নয় মানুষের মুখ এবং হাত দেখেও রো’গ নির্ণয় করতে অভ্যস্ত। তার চোখের বিচক্ষন দৃষ্টি যেন রো’গীর কাছে এক মায়াময় মুক্তির ঠিকানা।


যেজন যে বিষয়ে সাধনা করে, সেটা নিয়ে একদিন সফলতা আসবেই। তার ধারনাও এমন বিশ্বাসে ব’ধ্যমুল। তাই আপন মনে কর্মকে ধ’র্ম মনে করে তার প্রত্যাশার পথে হাটছেন জাকির উল্লাহ্। কথার ফাঁকে দুঃ’খ করে বলেন, আমি সারাদিন এই চিকিৎসা নিয়ে ঘুড়ে বেড়াই। কিন্তু দিন শেষে যা মিলে তাতে পরিবারের ভরণ পোষণের মতো উপার্জণ হচ্ছেনা। কর্মব্যস্ততা থেকেও জীবিকা নির্বাহের মতো অর্থ যোগার হয়না, ফলে বড় হতা’শাতে ভুগতে হচ্ছে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...