চিন্তিত, শংকিত, হতবিহ্বল!
কবিঃ সমিত জামান
শুরুতেই করলে ভুল
কি করে আশা করা যায়
আশাপোযোগী ফল!
সংসার বল,
সমাজ বল,
শিক্ষা বল,
কর্ম ক্ষেত্র বল
ভুল দিয়ে শুরু হলে
গুনতে হয় তার মাশুল।
আমি ব্যাকুল
প্রশ্নও আসে বারে বারে মনে
কতটুকু হতে যাচ্ছি সফল!
যদি ভাব প্রেম একটা পুতুল
আজ এর হাতে তো
অন্যের হাত কাল
এটা জীবনের জন্য অস্থায়ী একটা খেল!
আর এই খেল
তিলে তিলে ধ্বংস করে,
সুখ, আনন্দ, হাসি,
কেড়ে নেয় উচ্ছলতা।
আমি আসলেই চিন্তিত, শংকিত, হতবিহ্বল
কি ভাবে কাটবে পরবর্তী কাল!