রাজপুকুরের সামনে তুমি নীল পরীটা দাঁড়িয়ে আছো, স্কুলবাস আসে রোজ সকালে,
ছোটমিশন, ছোট্ট তুমি খেলছো মাঠে,
ক্যান্টকলেজের সিঁড়ির কাছে, ব্যাস্ত সবাই যে যার ক্লাসে, তুমি প্রবল আতঁকে উঠলে, হঠাৎ আমার বিদ্রোহী আর অস্থির দুই ঠোঁটের ছোঁয়ায়,
আরে বাবা এইখানে নাহ, কে শোনে কার, আসুক টিচার করিডোরে।
উদিচীতে ঘুঙুর পায়ে নাচছো তুমি, চারুপীঠে আকঁছো তুমি, সন্ধ্যাবেলায় হারমনিতে আধো আলোয় গাইছো তুমি “তুমি এসে আমার মনে ফাগুন জাগালে..”
হাল্কা বৃষ্টি পরের সোঁদা ঘ্রাণ মাখা এই এক দুপুরে
রিক্সা খোলা হাওয়ায় উড়ে যাচ্ছে বিমানঘাঁটির পথে,
বাষ্প চোখে কল্পনাতে দেখছি য্যান তুমিই শুধু সবটি বাঁকে।