আমরা সকলেই,
বাংলা ভাষার মান,
করিবো রক্ষা।
খ’র্ব হতে দেবো না,
মাতৃভাষার মর্যাদা।
বায়ান্নের একুশে ফেব্রুয়ারি,
আমরা বিশ্বের বুকে,
মাথা উচু করে দাঁড়িয়েছি।
আমরা বাঙালি জাতি,
মহান একুশে ফেব্রুয়ারি।
১৯৯৯ সালে ১৭ই নভেম্বর,
আমরা লাভ করেছি;
আন্তর্জাতিক ভাষার মর্যাদাটি,
ইউনেস্কো কর্তৃক।
২০০০ সালে থেকে,
মহান একুশে ফেব্রুয়ারি ;
পালিত হচ্ছে ১৮৮টি দেশে।
এর চেয়ে গৌরবের স্হান,
আমাদের আর কি আছে!
আমরা বাঙালি জাতি,
মহান একুশে ফেব্রুয়ারি।
সালাম,বরকত,জব্বার,
রফিক,
আরো নাম না জানা;
অনেক শ’হীদদের র’ক্ত দিয়ে লেখা;
মহান একুশে ফেব্রুয়ারি।
আমরা তাদেরকে কি ভুলিতে পারি,
আজ শ্রদ্ধাচিত্তে স্মরণ করি;
জানাই আরো বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
কখনো ভুলবো না আমরা,
তোমাদের এই র’ক্তের দান।
লেখক- বাদল বড়ুয়া। ২১/০২/২০২০ইং