সত্য কথায় মিষ্টি নাই,
শোনতে লাগে না ভালো।
মিথ্যা কথায় মিষ্টি বেশি,
শোনতে লাগে ভালো।
যত শোনে তত ভালো,
কাজে কাজ আদৌ করে না কভু;
সদাই করে মানুষের অনিষ্ট।
মিথ্যাচারীরা মিথ্যা বলে,
সত্য তারা নাহি বলে।
সদাই তারা সত্যের কাছে,
ধরাশাহী হয়ে পড়ে;
নতো করে শির সবার কাছে।
যেইদিন বুঝিবে পাপের কথা,
সেইদিন করিবে তওবা;
তবুও তাদের মুক্তি,
মিলবে না কোনদিন।
মিথ্যাচারীরা মিথ্যা নিয়ে,
থাকবে চিরদিন।
হে বন্ধুরা,
এইভাবে যাবে তাদের চিরদিন,
প্রয়োজন লুটে পড়বে তাদের শির।
জ্ঞান থাকবে না সত্যের কাছে,
ফিরে আসার আর কোনদিন;
এইভাবে যাবে তাদের চিরদিন।
মিথ্যাচারীরা কখনো,
হয় না মানুষ কোনদিন;
কষ্টে কষ্টে যাই তাদের চিরদিন,
নতো শিরে চলতে হয়,
তাদের চিরদিন;
পাপের বোঝা টানতে হবে চিরদিন।
লেখক : বাদল বড়ুয়া, ২৮/০২/২০২০ ইং।