বিধাতার কোন খেয়ালে
পৃথিবী আজ অশান্ত
প্রবল ঝড় বইছে
সবকিছু হয়েছে মৃয়মান
জানিনা কখন থামবে
তান্ডব হবে শান্ত।
কালো রাস্তায় নিস্তব্ধতা
বিদ্যালয়ে নেই কোলাহল
মাঠে কৃষক নেই
চায়ের দোকান বন্ধ
পার্কটি জীর্ণ প্রান্তর
দুপুরে হয় রাতদুপুর।
প্রত্যহের কর্ম বন্টন
সময়ের সাথে লুকোচুরি
বাস অটোতে তাড়াহুড়ো
ঠিক সময়ে বাড়ী ফেরা
বিকেলে জমিয়ে আড্ডা
সবই গেছে থেমে।
সবাই বিচ্ছিন্ন দ্বীপ
কোথায় আমার বাড়ী
কোথায় কর্মস্থল
কেবা বন্ধু প্রিয়জন
গ্রাম হাট শহর
যেন অচেনা সীমানায়।
দিনগুলি কিভাবে যাচ্ছে
কারাগারে কয়েদীর মত
অসহ্য যন্ত্রণা সহে
প্রত্যহ একই রকম
মনের মাঝে যন্ত্রনা
কখন হবে মুক্তি।