কাল যদি নাই থাকি,
যদি কাল চলে যাই,
অনেকটা পথ বাকি
রয়ে যাবে স্বপ্নের
পথ চলার।
আমার স্বপ্ন ফুরাবে জানি
অলীক মায়ায়, পথ চেয়ে
থাকবে না কেউ আমার আশায়।
হারিয়ে গেলে যেতে হয় এভাবেই,
যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়।
যে স্মৃতি ভুলে যাওয়ার,
যে প্রেম মুছে ফেলার,
যে আশা দুরাশায় বাঁধে ঘর।
মনের ভুলেও চেয়োনাকো তারে,
আপন সে হবে না, থেকে যাবে পর।