এলোপাতাড়ি ভাবনাগুলো
পাগলামীও করে বেশ
মুখটাও করে হাতের মতই নিসপিস
কি জানি বলতে চায়,
শুভ কিছুই মনে হয়।
কি বলবো তোমায়
কাছে এলে নিসপিস পর্যন্তই রয়
আজ বলবোই
কিন্তু কি করে বলতে হয়
তাও জানা নেই,
তুমি বিশ্বাস করবে কিনা আমায়।
বিশ্বাস কর আর নাই কর
আমিই বুঝি তুমি আমার
হয়তো বলতে পারছি না
লজ্জা হয়
পাছে কিনা কও
বেলেল্লা, হ্যাংলা কুকুর।
তবুও বলি
যা-ই বলো না কে আমায়
আমি যে অসহায়
তুমি কি ভালোবাসতে পারো আমায়
না, এ কোন জোর নয়
নয় কোন অভিনয়।
অন্তর যাকে চায়
অন্তত বলতে তো হয়
লজ্জাহীন, বেলেল্লা, হ্যাংলা
যা-ই ভাবো না কেন আমায়!