কবিতা- “স্বরে অ“
কবিঃ অর্য্য
খুলে দাও দোর, আসে যদি চোর, কি ভয়? কি ভয়?
যার ছিলো কথা, সেতো ফিরবেনা, বিদায়! বিদায়!!
মোর অপরাধ, শুধু ৫/৭, হাজার রকম।
ক্যানো যে বুঝিনা, ঠ্যাক্ আর ফ্যাড়া, জগতের সব রকম-সকম।
তুমি শুধু বলো, আমি অগোছালো, ছন্নছাড়া।
আজ আমি তমা, বড়ো দিশেহারা,
পরানে বেদনা, শুধু তুমি হারা।