সাম্প্রতিক শিরোনাম

গার্মেন্টে করোনার আঘাতের যে চিত্র ধরা পড়ল ডিজিটাল জরিপে

করোনাকালে বিপর্যয় নেমে আসছে দেশের অর্থনীতিতে। আর সেই চিত্র ফুটে উঠেছে ডিজিটাল ম্যাপে। পরিসংখ্যান বলছে, শতকরা ৯ ভাগ তৈরি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।

সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভলোপমেন্ট সিইডি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তৈরি ম্যাপড ইন বাংলাদেশ (এমআইবি) প্রকল্পটি চলতি বছরের শুরুর দিকে সারা দেশের কারখানায় করোনার প্রভাব পর্যবেক্ষণ শুরু করেছে। ২০ শে জুলাই থেকে দ্বিতীয় পর্যায়ের জরিপ শুরু হয়েছে।

জরিপে ফোন কলের মাধ্যমে ডাটা গ্রহণ করা হয়েছে। ঢাকা, গাজীপুর থেকে ২ হাজার ৩৩৪ টি এবং নারায়নগঞ্জ ,চট্টগ্রাম থেকে ৩ হাজার ৩৪২ টি ফ্যাক্টরির উপর জরিপ চালানো হয়েছে।

পাওয়া যায় ১ হাজার ৮৫০ টি কারখানা এখন চালু রয়েছে। এর মধ্যে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ২৮৬ টি, ১৯৮ টি একেবারেই বন্ধ হয়ে গেছে। ১৪৩ টি কারখানা ফেইস মাস্ক বা পিপিই তৈরি করছে এর মধ্যে ৬৯ টি কারখানা বলছে তারা রপ্তানী বাজারের জন্য তৈরি করছে।

কারখানাগুলোর মধ্যে ২ হাজার ১৩৬ টি কারখানা জুনের পরেই কাজ শুরু করার কথা জানিয়েছে। শতকরা ২৫.১% কারখানা বলেছে যে তারা আংশিকভাবে তাদের কাজ শুরু করার আশা করেছিল এবং ৩০.৬ শতাংশ কারখানা তাদের কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হবে কিনা তা নিয়ে অনিশ্চিত ছিল।

বিজিএমইএ এবং বিকেএমইএর অন্তর্ভুক্ত করাখানাগুলো তাদের উত্পাদন সক্ষমতা ৭০.৬ ব্যবহার করতে সক্ষম হয়েছে, যেখানে সদস্য নয় এমন কারখানাগুলোর এই হার ৫৯.৮ শতাংশ।

মহামারীকালীন সময়ে আগের তুলনায় তুলনায় তাদের কর্মশক্তির ৯২ শতাংশ ব্যবহার করেছে। কর্মশক্তি ব্যবহারের হার সবচেয়ে বেশি ছিলো ঢাকায় ৯৬.৯ শতাংশ এবং সর্বনিম্ন গাজীপুরে ৮৯ শতাংশ।

জরিপের মাধ্যমে সংগৃহীত রফতানিমুখী আরএমজি কারখানার ডিজিটাল মানচিত্র তৈরি করে আরএমজি খাতে স্বচ্ছতার লক্ষ্যে চার বছরের (২০১৭ থেকে ২০২১) এমআইবি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

মানচিত্রের বিটা সংস্করণটি এরই মধ্যে ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে ২ হাজার ৮৩৭ টি কারখানার তথ্য প্রকাশ করেছে, তবে তবে শীঘ্রই চট্টগ্রামের ৫০৫ টি কারখানার তথ্য যুক্ত করা হবে। নেদারল্যান্ডসের অর্থ সহায়তায় এই জরিপ পরিচালতি হয়েছে।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...