সাম্প্রতিক শিরোনাম

চামড়া রপ্তানির সুযোগ দেওয়া উচিত: জিএম কাদের

জিএম কাদের এমপি বলেছেন, বিজিবি, পুলিশ দিয়ে বর্ডারে চামড়া আটকাবেন, অন্যদিকে চামড়া পঁচে যাবে এটি সঠিক সিদ্ধান্ত নয়। স্মাগলিং বলেন আর বৈধ বলেন চামড়া বিদেশে যেতে দিতে হবে। আজ দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও কওমী শিক্ষা বোর্ডের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেস তিনি।  

জিএম কাদের আলেমদের উদ্দেশে বলেন, চামড়ার মূল্য পান না সাধারণ মানুষ।

নামমাত্র মূল্যে কেনেন ফড়িয়ারা এটি অনেকটা তাদের পথ খরচের মতো। আবার সেই টাকাও ঠিকমতো পাননা ফড়িয়ারা, টাকা বাকি রাখেন ক্রেতারা, অনেক সময় সে টাকাটাও দেওয়া হয় না। কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়া উচিত।

কওমী শিক্ষা বোর্ডের সহ-সভাপতি মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী ও  বেফাক মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুছের নেতৃত্বে বেশ কিছু আলেম অংশ  নেন। জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার  লোটন প্রমুখ। 

ফুলেল শুভেচ্ছায় সিক্ত জিয়াউদ্দিন বাবলু: ইত্তেফাকুল মুসলিমিন-এর  নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে জিয়াউদ্দিন আহমেদ বাবলু গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন। এ সময় জাতীয় পার্টি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে ফুলেল শুভেচ্ছা জানায়। তৃণমূল নেতা-কর্মীরা তুমুল শ্লোগানে অভিনন্দন জানায় নবনিযুক্ত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে। 

এ সময় হাস্যোজ্বল মহাসচিব জিয়াউদ্দিন বাবলু নেতা-কর্মীদের আগলে রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূণ পর্যায়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করে তোলা হবে। জাতীয় নির্বাচনে তিনশো আসনেই যেন জাতীয় পার্টি শক্তিশালী প্রতিদ্বন্দিতা করতে পারে সেজন্য পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ করা হবে। ফুলেল শুভেচ্ছার জবাব কাজের মাধ্যমেই দেয়া হবে বলে। 

আমরা এখনো ক্ষুধা, দারিদ্র ও শোষনমুক্ত সমাজ বির্নিমাণ করতে পারিনি। স্বাস্থ্য সেবায় করুণ পরিণতি পরিলক্ষিত হচ্ছে। দেশে আজ করোনা সার্টিফিকেট বিক্রি হচ্ছে। বিদেশে আমাদের দেশের করোনা সার্টিফিকেট বিশ্বাস করছেনা। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তাই পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমরা জাতীয় পার্টিকে আরো শক্তিশালী শক্তিতে পরিণত করবো।

জাতীয় পার্টি হরতাল, ভাংচুর, বোমাবাজি ও সন্ত্রাসে বিশ্বাস করেনা। তাই সকল অনিয়ম ও বিশৃংখলার বিরুদ্ধে সংসদে ও রাজপথে প্রতিবাদ করবে জাতীয় পার্টি।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...