সাম্প্রতিক শিরোনাম

ঢাকা শহরতে একটি সংবেদনশীল মানচিত্রের আওতায় আনা হবে: পরিকল্পনামন্ত্রী

ভূমিকম্প মোকাবিলায় নেয়া আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি) : রাজউক অংশ প্রকল্পের সংশোধন আনা হয়েছে।

এ প্রকল্পের আওতায় ঢাকা শহরের একটি সংবেদনশীল মানচিত্র তৈরি করা হবে। যার মাধ্যমে জানা যাবে শহরের কোন এলাকা বা বাড়িটি ভূমিকম্পের কতটুকু ঝুঁকিতে রয়েছে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এটার মূল ইস্যু হলো আমাদেরকে ভূমিকম্প মোকাবিলার সক্ষমতা অর্জন করা।

ইতিমধ্যে পরিচিত হয়েছে ভূমিকম্প প্রবণ শহর বা জনপথ হিসেবে। এটাকে মোকাবিলার জন্য প্রয়োজন একটা উচ্চতর বিজ্ঞান। আমরা এ বিজ্ঞানে প্রবেশ করছি।

প্রকল্পের আওতায় ঢাকা শহরের একটা ম্যাপ তৈরি করা হবে। সংবেদনশীল ম্যাপ। কোন এলাকা, কত ধরনের ঝুঁকিতে। আমার বাসা, তার বাসা, ওর বাসা, এই এলাকা ইত্যাদি। ইট (ম্যাপ) সুড বি ইউজফুল। যদি কোনো সময় আল্লাহ না করুক যদি কিছু হয়।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের যারা কাজ করেন রাজউকে বা অন্যান্য প্রতিষ্ঠানে, তাদের সক্ষমতা বৃদ্ধি করা হবে এ প্রকল্পের মাধ্যমে। আপনারা জানেন, দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যে আমরা সারাবিশ্বে প্রশংসিত।

আমরা অনেক সক্ষমতা অর্জন করেছি। বিশেষ করে উপকূলীয় এলাকায়। এখন আমরা চাচ্ছি, ভূমিকম্প যে হয় এটাও যেন ভালোভাবে মোকাবিলা করতে পারি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, সাভার পৌরসভা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ

কাতার-বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন

কাতার বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন, কাতারে নিয়োগ পেল ১১২৯ বাংলাদেশী সেনা সদস্য।বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহায়তা সমঝোতা চুক্তি সই হয়েছে।...

ঈশ্বরদীতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে হয়ে পড়েছে জনজীবন।বুধবার (১১ জানুয়ারি)...

আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ

প্রতিবেশী হিসেবে বাংলাদেশ আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায়, যেখানে আফগান জনগণ তাদের উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সম্প্রতি আফগানিস্তানের উচ্চ শিক্ষা এবং...

গণতন্ত্রের নামে বাংলাদেশে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ নেই বলছে রাশিয়া

গণতন্ত্রের অজুহাত দিয়ে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। কোনো রাষ্ট্রে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাতিসংঘের ঘোষণায়...