সাম্প্রতিক শিরোনাম

প্রয়োজন ছাড়া বাইরে আসায় যাত্রাবাড়ীতে ২৫ জনকে জরিমানা

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত কঠোর বিধি-নিষেধের তৃতীয় দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় রাজধানীর যাত্রাবাড়ীতে ২৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে তাদেরকে জরিমানা করা হয়।

নির্বাহী মেজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকার সব জায়গায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমরাও বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছি। যাত্রাবাড়ীতে আমরা ২৫ জনকে জরিমানা করেছি। তবে সারা দিনে কতজনকে জরিমানা করা হলো তার তথ্য জেলা প্রশাসন থেকে পাওয়া যাবে।

বিধিনিষেধ অমান্য করে বের হওয়া, মাস্ক না পরা, গণপরিবহন বন্ধ থাকা সত্বেও বিভিন্ন স্থান থেকে লোক নেওয়ায় অনেক গাড়ি ও পিকআপ চালককে জরিমানা করা হয়েছে।

যাত্রাবাড়ীতে, সায়দাবাদে চলছে মোটরসাইকেল-প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন। এসব পরিবহনের অধিকাংশই নির্বিঘ্নে চলাচল করছে। ম্যাজিস্ট্রেট থাকাকালীন যানবাহনগুলোকে প্রশ্নের মুখে পড়তে হলেও তাদের অনুপস্থিতিতে এসব যানবহন চলছে বিনা বাধায়।

কঠোর বিধিনিষেধ আরোপ করে গত বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়।

এর আগে কঠোর বিধি-নিষেধের প্রথম দিন ৫৫০ জন গ্রেপ্তার হয়। বিধি-নিষেধ অমান্য করায় গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩২০ জনকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ইফতেখারুল ইসলাম।

এ ছাড়া এদিন ভ্রাম্যমাণ আদালত ২১৯টি গাড়ি ও ২০৮ জনকে পাঁচ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। আর দেশজুড়ে র‌্যাবের ৫৯টি ভ্রাম্যমাণ আদালত ২১৩ জনকে দুই লাখ ১৫ হাজার ৫৪০ টাকা জরিমানা করেন।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...