সাম্প্রতিক শিরোনাম

বিদেশ যেতে পারবেন না চট্টগ্রামের ব্যবসায়ী শামসুল ও তার ছেলে

চট্টগ্রামের ব্যবসায়ী শামসুল আলম ও তার ছেলে মিজানুর রহমানকে বিদেশ যাওয়ার অনুমতির আদেশ স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তারা বিদেশ যেতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান সোমবার হাইকোর্টের আদেশ বহাল রেখে আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শামসুল ইসলাম ও তার ছেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেছিলেন। চেম্বার আদালত এ আবেদনের ওপর শুনানি নিয়ে ‘নো অর্ডার’ বলে আদেশ দেন।

ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকে। আদালতে শামসুল আলম ও তার ছেলের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ।

চট্টগ্রামের ব্যবসায়ী শামসুল আলম ও তার ছেলে মিজানুর রহমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের আদেশ গত ৬ জুলাই স্থগিত করেন হাইকোর্ট। নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এক আবেদনে এ আদেশ দেন হাইকোর্ট।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রামের কদমতলী শাখা থেকে ঋণ নেন শামসুল আলম। শামসু স’ মিলের মালিক শামসুল আলমের কাছে ব্যাংকের ঋণ বাবদ ৬৩ কোটি টাকা পাওনা হয়। এই ঋণের জামিনদার তার ছেলে মিজানুর রহমান। যে সম্পত্তি বন্ধকী রেখে ঋণ নেওয়া হয়, সেই সম্পত্তি শামসুল আলম তার ছেলের নামে হেবা করে দিয়েছেন। এ অবস্থায় পিতা-পুত্রের বিরুদ্ধে মামলা করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ওই মামলায় আত্মসমর্পণ করে পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন নেন।

পরে গত ২৯ জুন চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-১ থেকে বিদেশ যাবার অনুমতি নেন পিতা-পুত্র। ম্যাজিস্ট্রেট আদালতের এই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে ইউনাইটেড ব্যাংক কর্তৃপক্ষ।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

আজ মঙ্গলবার মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ বার্তাসংস্থা বাসসকে জানান, "মার্কিন দূতাবাস যে কোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার...

রাশিয়ার হাতে বাখমুথের পতন, স্বীকার করে নিলো ইউক্রেন

শেষ পর্যন্ত ৯ মাস যুদ্ধ চলার পর রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের হাতে বাখমুথের পতন ঘটেছে।ভ্লাদিমির পুতিন ওয়াগনার অ্যাসল্ট ইউনিটকে অভিনন্দন জানিয়েছেন, সেইসাথে রাশিয়ান...

লক্ষ্মীপুর উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হলো কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ সালে কফিলউদ্দিন ডিগ্রি কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে। পরিবেশ ও শিক্ষাগত দিক থেকে কফিল উদ্দিন ডিগ্রী কলেজের অবস্থান...

পাহাড়ে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলির লড়াই অব্যাহত

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল আর্মিকে সমুলে উৎপাঠন করতে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে। এতে দুপক্ষের যুদ্ধ অবস্হা বিরাজ করায় আতঙ্কিত হয়ে এলাকা...
bn_BDবাংলা