সাম্প্রতিক শিরোনাম

ভারতের কাছে বাংলাদেশ সবসময় অগ্রাধিকারপ্রাপ্ত দেশ: হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশ সবসময় অগ্রাধিকারপ্রাপ্ত দেশ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

সম্প্রতি ঢাকা সফরে ভারত কভিড ভ্যাকসিন উৎপাদন করলে বাংলাদেশ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে একথা জানান ভারতের পররাষ্ট্র সচিব। গত ১৮-১৯ আগস্ট বাংলাদেশ সফর করেছিলেন শ্রিংলা।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় গণমাধ্যমকে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশকে আমরা সবসময়ই অগ্রাধিকার দেই।

ভারত এখন কভিড-১৯ ভ্যাকসিন তৈরির ভালো পর্যায়ে রয়েছে। আর এই ভ্যাকসিনটি তৈরি হয়ে গেলে বন্ধু, অংশীদার এবং প্রতিবেশী দেশগুলোই অগ্রাধিকার পাবে।

বৈঠক শেষে শ্রিংলা বলেন, কভিড-১৯ চলাকালীন সময়ে হয়ত খুব বেশি যোগাযোগ হয়নি তবে আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে হবে।

আমাদের মধ্যকার দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে হবে এবং তা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। মূলত এই বিষয়টির জন্যই তিনি বাংলাদেশে এসেছেন।

ঝটিকা সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রিংলা। সেখানে ভারত ও বাংলাদেশ চিকিৎসা এবং ভ্যাকসিন সহ করোনভাইরাস মহামারি মোকাবেলায় পারস্পারিক সহযোগিতা করার উপায় নিয়ে আলোচনা করেছেন বলে একটি সূত্র জানিয়েছে।

মহামারি পরবর্তী বিশ্বে অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

বৈঠকে দু’দেশের নিরাপত্তা সম্পর্কিত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং ব্যবসা সম্প্রসারণে ভ্রমণ বৃদ্ধি, সরকারী ও চিকিৎসা সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া আগ্রহের ক্ষেত্রগুলো ছিল পারস্পারিক সংযোগ বাড়ানো, কভিড পরবর্তী অর্থনীতি পুনর্জাগরণ, চিকিৎসা ও ভ্যাকসিন সহ কভিড মোকাবেলায় পারস্পারিক সহায়তা এবং সম্মিলিতভাবে মুজিব শতবর্ষ উদযাপন।

প্রধানমন্ত্রী ভারত থেকে রেল ইঞ্জিন সরবরাহের বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানা গেছে। গত জুলাই মাসে ভারতীয় রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশকে ১০ টি ব্রড -গেজ (বিজি) ডিজেল লোকোমোটিভ রেল ইঞ্জিন উপহার হিসেবে দিয়েছিল।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...