সাম্প্রতিক শিরোনাম

ভারতের ভ্যাকসিন পৃথিবীর সবচেয়ে নিরাপদ : স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিন ছাড়া করোনাভাইরাস নির্মূল করা দুরূহ বিষয় উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আমরা দেশব্যাপী ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করব।

এই বিষয়ে আমাদের মন্ত্রী, সংসদ সদস্য (এমপি), সচিব যারা রয়েছেন, তাদেরকেও আহ্বান করব এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে যোগ দিতে।

আমরা বলতে চাই পৃথিবীতে যত ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এটা সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন। ভ্যাকসিন ছাড়া এই রোগ নির্মূল করা দুরূহ বিষয়।

দুপুরে রাজধানীতে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। টিকা নিতে সবাইকে উৎসাহিত করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান তিনি।

জাহিদ মালেক বলেন, পৃথিবীতে যত নেগলেক্টেদ ট্রপিকাল ডিজিজ আছে, বেশিরভাগ রোগই আমরা ভ্যাকসিনের মাধ্যমে নির্মূল করতে সক্ষম হয়েছি। পোলিও নির্মূল হয়েছে ভ্যাকসিনেশনের মাধ্যমে।

কাজেই ভ্যাকসিন আমাদেরকে নিতে হবে। ভ্যাকসিন নিলে সাধারণত কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। বাংলাদেশের প্রতিটা মানুষ আমরা কোনো না কোনো রোগের ভ্যাকসিন নিয়েছি। আমরা যারা ভ্যাকসিন নিয়েছি তারা সবাই ভালো আছি।

এই ভ্যাকসিনটি খুবই নিরাপদ। আমরা অনুরোধ করবো শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা মুরুব্বি রয়েছেন তাদেরকেও উপজেলায় এসে ভ্যাকসিন নিতে। স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য, চেয়ারম্যান, মেম্বার যারা রয়েছেন সবাইকে আহ্বান করবো আপনারা আপনাদের এলাকার জনগণকে ভ্যাকসিন সেন্টারে নিয়ে যাবেন এবং তাদেরকে ভ্যাকসিন দেবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৫শ’র বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। তারা সবাই ভালো আছেন। ইতোমধ্যে সব জেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে। উপজেলায় পর্যন্ত পৌঁছে যাবে। আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে ভ্যাকসিনি কার্যক্রম শুরু হবে।

আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সেনাল এবং স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...