সাম্প্রতিক শিরোনাম

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে সোমবার (২৩ নভেম্বর) রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাত সাড়ে ১১টার দিকে সংক্রামক ব্যাধি হাসপাতালের কাছে বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। দাউ দাউ করে আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে।

এতে শতাধিক ঘর ও দোকানপাট পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রাত পৌনে ১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নেভানো যায়নি।

বস্তির আবাসিক এলাকায় রাতের ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, হতাহত এবং ক্ষয়ক্ষতির ব্যাপারে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মী মাহফুজ রিবেন রাত সাড়ে ১২টার দিকে জানান, মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের কাছের সাততলা বস্তির অংশে রাত ১১টা ৪৭ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছিল ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। 

তবে স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে সংক্রামক ব্যাধি হাসপাতালের কাছে সাততলা বস্তির একটি অংশে আগুন লাগে।

কিছু সময়ের মধ্যে বস্তির ঘর, দোকানপাটসহ আশপাশে আগুন ছড়াতে থাকে।

ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তবে দ্রুত ছড়িয়ে পড়া আগুন তারা নিয়ন্ত্রণ করতে পারেনি।

প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গেলেও কয়েক মিনিটের মধ্যে তা বাড়ানো হয়। রাতে বস্তির লোকজন ঘুমিয়ে পড়ায় আটকে পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে রাতে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

আব্দুর রশিদ নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘যেখানে আগুন লাগছে সেটা মার্কেট ছিল। এইখানে কাপড়ের দোকান, ওষুধের দোকান ও চায়ের দোকানও ছিল। সবই পুইড়া গেছে।

সর্বশেষ

এমনটা কেনো করলেন এ. আর রহমান?

হিরো আলম রবীন্দ্র সঙ্গীত গাওয়ার পর সারা দেশে হইচই শুরু হয়ে যায়। এমনকি ওই প্রতিবাদের সংবাদ পশ্চিমা গণমাধ্যমেও প্রচার পায় জোরালোভাবে। বাংলাদেশ ও ভারতের...

ন্যানোমিটার সেমিকন্ডাক্টর বা চীপ তৈরিতে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে চীন

বর্তমানে পশ্চিমা বিশ্বের সাথে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন। চীনের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ কে বাধাগ্রস্ত করতে আমেরিকার ইতোমধ্যেই বেশকিছু...

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানেকুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান

মোঃ মশিউর রহমান, কুড়িগ্রাম: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এবছর কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত ও জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩...

কুড়িগ্রামে টানা তিন-দিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

মোঃ মশিউর রহমান, কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত দু'দিন ধরে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কখনও হালকা আবার কখনও ভারি বৃষ্টি হচ্ছে।ফলে কর্মস্থলে...
bn_BDবাংলা