সাম্প্রতিক শিরোনাম

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে সোমবার (২৩ নভেম্বর) রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাত সাড়ে ১১টার দিকে সংক্রামক ব্যাধি হাসপাতালের কাছে বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। দাউ দাউ করে আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে।

এতে শতাধিক ঘর ও দোকানপাট পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রাত পৌনে ১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নেভানো যায়নি।

বস্তির আবাসিক এলাকায় রাতের ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, হতাহত এবং ক্ষয়ক্ষতির ব্যাপারে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মী মাহফুজ রিবেন রাত সাড়ে ১২টার দিকে জানান, মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের কাছের সাততলা বস্তির অংশে রাত ১১টা ৪৭ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছিল ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। 

তবে স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে সংক্রামক ব্যাধি হাসপাতালের কাছে সাততলা বস্তির একটি অংশে আগুন লাগে।

কিছু সময়ের মধ্যে বস্তির ঘর, দোকানপাটসহ আশপাশে আগুন ছড়াতে থাকে।

ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তবে দ্রুত ছড়িয়ে পড়া আগুন তারা নিয়ন্ত্রণ করতে পারেনি।

প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গেলেও কয়েক মিনিটের মধ্যে তা বাড়ানো হয়। রাতে বস্তির লোকজন ঘুমিয়ে পড়ায় আটকে পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে রাতে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

আব্দুর রশিদ নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘যেখানে আগুন লাগছে সেটা মার্কেট ছিল। এইখানে কাপড়ের দোকান, ওষুধের দোকান ও চায়ের দোকানও ছিল। সবই পুইড়া গেছে।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...