মিরপুরের ঝুটপট্টিতে আগুন!

রাজধানী ঢাকার মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করছেন।

আজ ১৪ মার্চ শনিবার দুপুর সোয়া একটায় মিরপুর ১০ এর জল্লাদখানার কাছে ঝুটপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ৫ ইউনিট, পরবর্তীতে আরো ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত করা হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।