সাম্প্রতিক শিরোনাম

র‍্যাব সদস্যের করোনা! শ্বশুরবাড়িসহ ১৫ বাড়ি ও দোকান লকডাউন

ঢাকায় এক র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যের করোনা পজেটিভ হওয়ায় কক্সবাজারের টেকনাফে শ্বশুরবাড়িসহ ১৫টি বাড়ি ও দোকান লকডাউন করেছেন উপজেলা প্রশাসন। তার মধ্যে ৭টি দোকান ও ৮টি বাড়ি রয়েছে।
গতকাল শুক্রবার  রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ও দোকানগুলো লকডাউন করা হয়।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।
জানা গেছে, আক্কাস নামে এক র‌্যাব সদস্য ঢাকা থেকে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ায় শ্বশুরবাড়িতে গত ২০ মার্চ হতে ২৫ মার্চ পর্যন্ত অবস্থান করেন। এখানে তিনি জ্বর-সর্দিতে ভোগেন। তখন প্রাথমিক চিকিৎসা শেষে ভালোও হয়ে যান।
এরপর তিনি গত ২৬ মার্চ টেকনাফ থেকে ঢাকায় চলে যান। ঢাকায় সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হন। এরপর ৩ এপ্রিল ঢাকায় পরীক্ষা করানো হলে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। তাকে আইসোলেশনে নেওয়া হয়।
তারই সূত্র ধরেই আজ শুক্রবার রাতেই টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এসব বাড়ি ও দোকানগুলো লকডাউন ঘোষণা করে।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, ‘শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকা এক র‌্যাব সদস্যকে ঢাকায় হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার সংস্পর্শে আসা টেকনাফের একটি বাড়ি লকডাউন করা হয়েছে। আজ ৪ এপ্রিল শনিবার বাড়ির লোকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজারে পাঠানো হবে।’
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঢাকায় করোনা শনাক্ত র‌্যাব সদস্যের শ্বশুরবাড়ি টেকনাফে। কিছুদিন আগে তিনি এখান থেকে ঘুরে গেছেন। ফলে তার সংস্পর্শে আসা ১৫টি বাড়ি ও দোকান লকডাউন ঘোষণা করা হয়।’
এদিকে সাবরাং ইউনিয়নে কোয়ারেন্টিনে থাকা সৌদি ফেরত আনোয়ার হোসেন জ্বর-সর্দিতে ভুগছেন। তার নমুনাও আজ শনিবার পরীক্ষা করা হবে বলে জানান ডা. টিটু চন্দ্র শীল।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...