সাম্প্রতিক শিরোনাম

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বন্ধের দিনেও কর্মস্থল ত্যাগ করতে পারবেন না

প্রাণ হরণকারী ঘাতক করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সারাদেশের কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক নিজ নিজ কর্মস্থল এলাকায় থাকার নির্দেশনা দিয়েছেন সরকার। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা দিতে এই নির্দেশনা দেয়া হয়েছে বলে গণমাধ্যমে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
আজ ২২ মার্চ রবিবার সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
জানা গেছে, এই আদেশের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে যে এলাকায় বর্তমানে কর্মরত আছেন সেই এলাকার বাইরে অন্য কোথাও যেতে পারবেন না। যেমন শুক্রবার বা অন্য যেকোনো সরকারি ছুটির দিনও তারা ওই এলাকার বাইরে যেতে পারবেন না।
মন্ত্রিপরিষদ বিভাগের এক পত্রে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানানো হয়েছে ওই তথ্য বিবরণীতে।
বাংলাদেশসহ বিশ্বের ১৭০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। মারা গেছেন দুজন। এই অবস্থায় বিদেশফেরত নাগরিক যারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখতে কাজ করছেন কর্মকর্তারা। অনেককে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া করোনার প্রকোপের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও বাড়িয়ে দিয়েছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। প্রশাসনের পক্ষ থেকে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...