সাম্প্রতিক শিরোনাম

সরকার অসহায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনছেন

শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সঙ্কটময় সময়ে দেশে ফিরতে বাধ্য হওয়া দেশের রেমিট্যান্স যোদ্ধা ‘অসহায়, ক্ষতিগ্রস্ত ও দরিদ্র’ প্রবাসী কর্মী এবং প্রবাসে থাকা কর্মীদের পরিবারের সদস্যদের সামাজিক সুরক্ষাসহ মানবিক সহায়তা দিতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

আজ ৫ জুলাই রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, করোনাভাইরাস সঙ্কটের শুরু থেকে এ পর্যন্ত এক লাখেরও বেশি প্রবাসী শ্রমিক বিভিন্ন দেশ থেকে দেশে ফিরে এসেছেন। আরও অনেকে বিদেশে কাজ হারিয়ে দেশে ফেরার চিন্তায় আছেন। বিপদগ্রস্ত অবস্থায় দেশে ফিরে তাদের অনেকেই কাজের অভাবে অর্থসঙ্কটে দিন কাটাচ্ছেন। আবার কবে বিদেশে যাওয়া যাবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এই প্রেক্ষাপটে গত ২৬ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে বিদেশ ফেরত অসহায়, ক্ষতিগ্রস্ত, দরিদ্র কর্মী ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের পরিবারের সদস্যদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং সরকারের সহায়তা কার্যক্রমের আওতায় আনার সুপারিশ করা হয়।

সেই আলোকে গত ১ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে বিদেশফেরত দরিদ্র কর্মী এবং প্রবাসী কর্মীদের পরিবারকে উপজেলাভিত্তিক বরাদ্দ দিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা প্রদান করেন।

জেলা কর্মসংস্থান অফিসের মাধ্যমে এ সহায়তা তালিকা প্রস্তুত করা হবে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহায়তা পেতে ইচ্ছুক বিদেশ ফেরত কর্মী এবং প্রবাসী কর্মীদের পরিবারকে নিজ জেলার জনশক্তি ও কর্মসংস্থান অফিসে এবং যেসব জেলায় কর্মসংস্থান অফিস নেই, সেসব জেলা সদরে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করে তালিকাভুক্ত হতে হবে।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...