সাম্প্রতিক শিরোনাম

সামাজিক নিরাপত্তা খাতের ভাতা নগদ’র মাধ্যমে বিতরণের আহ্বান

জাতীয় বাজেটে ঘোষিত সামাজিক নিরাপত্তা খাতের ভাতা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণে সরকারকে আহ্বান জানিয়েছে আর্থিক লেনদেন সেবাদাতা ‘নগদ’।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি ‘নগদ’ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২০-২১ সালের বাজেটকে অভিনন্দন জানিয়ে এই আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “নগদ’র পক্ষ থেকে সামাজিক নিরাপত্তা খাতে অর্থমন্ত্রীর বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। ‘নগদ’ বিশ্বাস করে, কোভিড-১৯ এর এই দুর্যোগে মাননীয় অর্থমন্ত্রীর এই প্রস্তাব সরকারের জনমুখিতারই প্রমাণ।

“একইসঙ্গে এখানে আমরা সরকারের কাছে প্রস্তাব রাখছি, যাতে চলতি অর্থবছর থেকেই সরকার সামাজিক নিরাপত্তা খাতের এই ভাতা বাধ্যতামূলকভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণের ঘোষণা দেন।”

“এ ক্ষেত্রে সরকারি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি হিসেবে ‘নগদ’ সরকারকে সব ধরনের সহায়তা দিতে সবসময় প্রস্তুত আছে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

আগামী ২০২০–২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী।

তাতে সামাজিক নিরাপত্তা খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ১৬ দশমিক ৮৩ শতাংশ।

গত মাসে করোনাভাইরাস সঙ্কটে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের ২,৫০০ টাকা (প্রতি পরিবার) পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল নগদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের মধ্যে ‘নগদ’ ১৭ লাখ পরিবারের কাছে টাকা পৌঁছে দিয়েছে।

‘নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, “স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুততার সঙ্গে সরকারি বরাদ্দ বা অনুদান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ‘নগদ’ই এখন সরকারের প্রথম পছন্দ।

“সামাজিক নিরাপত্তা খাতের অনুদান এমএফএস-এর মাধ্যমে বিতরণ করা হলে সেটি একদিকে যেমন আর্থিক খাতের ডিজিটালাইজেশন নিশ্চিত করবে, অন্যদিকে আবার দেশের আর্থসামাজিক খাতেও বড় অবদান রাখতে পারে সরকারের এই সিদ্ধান্ত।”

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...