সাম্প্রতিক শিরোনাম

সামাজিক নিরাপত্তা খাতের ভাতা নগদ’র মাধ্যমে বিতরণের আহ্বান

জাতীয় বাজেটে ঘোষিত সামাজিক নিরাপত্তা খাতের ভাতা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণে সরকারকে আহ্বান জানিয়েছে আর্থিক লেনদেন সেবাদাতা ‘নগদ’।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি ‘নগদ’ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২০-২১ সালের বাজেটকে অভিনন্দন জানিয়ে এই আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “নগদ’র পক্ষ থেকে সামাজিক নিরাপত্তা খাতে অর্থমন্ত্রীর বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। ‘নগদ’ বিশ্বাস করে, কোভিড-১৯ এর এই দুর্যোগে মাননীয় অর্থমন্ত্রীর এই প্রস্তাব সরকারের জনমুখিতারই প্রমাণ।

“একইসঙ্গে এখানে আমরা সরকারের কাছে প্রস্তাব রাখছি, যাতে চলতি অর্থবছর থেকেই সরকার সামাজিক নিরাপত্তা খাতের এই ভাতা বাধ্যতামূলকভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণের ঘোষণা দেন।”

“এ ক্ষেত্রে সরকারি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি হিসেবে ‘নগদ’ সরকারকে সব ধরনের সহায়তা দিতে সবসময় প্রস্তুত আছে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

আগামী ২০২০–২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী।

তাতে সামাজিক নিরাপত্তা খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ১৬ দশমিক ৮৩ শতাংশ।

গত মাসে করোনাভাইরাস সঙ্কটে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের ২,৫০০ টাকা (প্রতি পরিবার) পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল নগদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের মধ্যে ‘নগদ’ ১৭ লাখ পরিবারের কাছে টাকা পৌঁছে দিয়েছে।

‘নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, “স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুততার সঙ্গে সরকারি বরাদ্দ বা অনুদান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ‘নগদ’ই এখন সরকারের প্রথম পছন্দ।

“সামাজিক নিরাপত্তা খাতের অনুদান এমএফএস-এর মাধ্যমে বিতরণ করা হলে সেটি একদিকে যেমন আর্থিক খাতের ডিজিটালাইজেশন নিশ্চিত করবে, অন্যদিকে আবার দেশের আর্থসামাজিক খাতেও বড় অবদান রাখতে পারে সরকারের এই সিদ্ধান্ত।”

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...