সাম্প্রতিক শিরোনাম

২০ দলীয় জোটের ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানাতে কাল ভার্চুয়াল সংবাদ সম্মেলন

দীর্ঘদিন পর বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ ৫ জুলাই রবিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর প্রায় সোয়া দুইটা পর্যন্ত বৈঠকটি চলে।

ভার্চুয়াল এ বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জোটের প্রায় অধিকাংশ নেতারা অংশগ্রহণ করেন। তবে বৈঠকের সিদ্ধান্তগুলো জানাতে আগামীকাল ৬ জুলাই সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন ২০ দলীয় জোট।

বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে বলে সংবাদ মাধ্যমে জানান শরিক দলের একজন প্রধান। তিনি জানান, করোনাভাইরাস, নতুন অর্থবছরের বাজেট, চিকিৎসা ব্যবস্থার দুরাবস্থা, কৃষকদের ঋণ প্রণোদনা দেওয়া, শহর ছেড়ে গ্রামে ফেরা মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন বিষয় উঠে আসে নেতাদের আলাপে।

জোটের অপর এক শরিক দলের নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমে জানান, ভার্চুয়াল বৈঠকে পাটকল বন্ধ, শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া, উচ্চাভিলাষী বাজেট প্রত্যাখ্যান করার বিষয়টিও নেতাদের আলাপে স্থান পেয়েছে।

জোটের একাধিক শরিক দলের নেতারা বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের পর এই প্রথমবারের মতো ভার্চুয়াল বৈঠক করে ২০ দলীয় জোট। দীর্ঘদিন পর জোটের কোনও বৈঠকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব করলো জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক সূত্রের বরাতে একটি সংবাদ মাধ্যম জানায়, ভার্চুয়াল বৈঠকে অলি আহমেদ ছাড়া অন্যান্য দলের নেতাদের মধ্যে মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মোস্তাফা জামাল হায়দার, আহমদ আবদুল কাদের, অ্যাডভোকেট আবদুর রকিব, গরিবে নেওয়াজ, আজাহারুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিমসহ অনেকে অংশগ্রহণ করেন।

তবে, জোটের শরিক একাধিক দলের সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন,অলি আহমেদ বৈঠকের শুরুতে অংশগ্রহণ করলেও কিছু সময় পর তাকে দেখা যায়নি। কারও কারও দাবি, তিনি ভার্চুয়াল বৈঠক শুরু হওয়ার পরই চলে যান।

জোটের শরিক জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিডিয়াকে বলেন, ‘অনেকদিন পর জোটের মিটিং হয়েছে, ভার্চুয়ালি। এই বৈঠকে বাজেট, করোনা মহামারিসহ রাজনৈতিক নানা বিষয়ে সবাই নিজেদের চিন্তা তুলে ধরেছেন। সবাই একমত হয়েছেন, এসব চিন্তা আমরা সরকারের উদ্দেশে জানাবো। কাল সোমবার দুপুর  ২ ঘটিকায় জোটের বৈঠকের সিদ্ধান্ত ও অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করবেন জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...