ফরিদপুর প্রতিনিধি :
আওয়ামীলীগ নেতা বরকত ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ও বরকত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ফফরিদপুর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক। তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি। এবং ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক ভোরের প্রত্যাশা পত্রিকার সম্পাদক।
জেলার পুলিশ সুপার আলিমুজ্জামান তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, গত ১৬ই মে ফরিদপুর আওয়ামীলীগের সভাপতি সুবলচন্দ্র সাহার বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও মারধরের ঘটনা ঘটে। এই ঘটনার পরেই ঘটনার সাথে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জানান, তাদের কাছ থেকে জব্দ করা পাঁচটি পিস্তল, ৯১ রাউন্ড গুলি, দুটি শর্টগান, ১৮০ টি কার্তুজ, তিন হাজার ডলার, ৯৮ হাজার রুপি এবং ২৯ হাজার টাকা পাওয়া যায়। এছাড়াও বরকতের রেস্ট হাউসে ছয় বোতল বিদেশী মদ, খাদ্য অধিদপ্তরের ১২০০ বস্তায় ৬০ হাজার কেজি চাল এবং রুবেলের ড্রয়ারে ৬৫ টি ইয়াবা পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং সরকারি চাল আত্নসাতের মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে বলে পুলিশ মারফত জানা যায়।