কৃষকের ঘামের মূল্যে ফলানো ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ২২ জেলায় মোবাইল আপসের মাধ্যমে সরাসরি কৃষকদের থেকে ধান ক্রয় করবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার সকালে নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কম্বাইন্ড হারভেস্টার মেশিন হস্তান্তরের সময় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে সরকার কৃষকদের পাশে থেকে কাজ করছে। কৃষক ও কৃষি বান্ধব সরকার শ্রমিক সংকট দুর করার লক্ষে চলনবিল ও সিংড়ার কৃষকদের জন্য ১৪টি হারভেস্টার মেশিন ও ১টি রিপার মেশিন দিয়েছে।
তিনি বলেন, এক সময় চলনবিল অবহেলিত ছিলো, সার ও তেলের জন্য কৃষকদের হাহাকার করতে হতো। সন্ত্রাসের জনপদ নামেও পরিচিত ছিলো এই এলাকা। সরকারের নিরলস পরিশ্রমে চলনবিল উন্নত জনপদ, শস্য ভাণ্ডার ও মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিতি লাভ করেছে।
চলনবিলে ১০৫ কিলোমিটার খাল খননের মাধ্যমে কৃষিতে প্রাণ ফিরে এসেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ১১ বছরে চলনবিলে ফসলে উদ্বৃত্ত বেড়েছে। সাড়ে তিন লাখ মেট্রিক টন ফসল উৎপন্ন হয়। যা দেশের চাহিদা মেটাচ্ছে। প্রায় আড়াই লাখ মেট্রিক টন ফসল উদ্বৃত্ত থাকছে।
তিনি আরো বলেন, সরকার বিনামূল্য সার, বীজ দেয়ার কারণে কৃষিতে কোনো সংকট নেই। চলনবিলে প্রায় ৩৩ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। বন্যা আসার আগে আল্লাহর রহমতে ধান কাটা সম্পূর্ণ হবে। প্রায় ২৫ হাজার বাইরের শ্রমিক ও ১০ হাজার স্থানীয় শ্রমিক ধান কাটতে ব্যস্ত।
এ সময়ে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদসহ অনেকে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment