গতকাল ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন । প্রায় ঘন্টাব্যাপী এই মতবিনিময়কালে তিনি করােনা সংকট মােকাবেলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলােচনা করেন এবং বিভিন্ন সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন ।
আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এমপি’র সাংগঠনিক নির্দেশনাগুলো হলোঃ
১ . সারাদেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ও সহযােগী সংগঠনের নেতা – কর্মীদের সমন্বয়ে ত্রাণ কমিটি গঠন করতে হবে । সকল সাংগঠনিক উপজেলা শাখার নেতৃবৃন্দ অতিদ্রতই ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লগের ত্রাণ । কমিটি প্রস্তুত করে সংশ্লিষ্ট সাংগঠনিক জেলা শাখায় জমা দিতে হবে । এই ত্রাণ কমিটি ওয়ার্ড পর্যায়ে দল – মত নির্বিশেষে প্রকৃত দরিদ্র , দুস্থ ও অসহায় মানুরে তালিকা প্রস্তুত করবে এবং এই তালিকা স্থানীয় প্রশাসনকে প্রদান করে সঠিক তালিকা প্রণয়নে সহায়তা ও সমন্বয় করবে । একই সাথে এই কমিটি মানুষের মানবিক সংকটে সার্বিক সহযােগিতা এবং প্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সর্বাত্মক সহায়তা । প্রদান করবে । স্বাস্থ্য বিধি মেনে ঘরে ঘরে ত্রাণ পৌছে দিতে সহযোগিতা করবে ।
২ . বর্তমানে ৫০ লক্ষ হতদরিদ্র , দুস্থ , অসহায় ও কর্মহীন খেটে খাওয়া মানুষকে সরকারিভাবে রেশন কার্ডের আওতাভুক্ত করা হয়েছে এবং করোনা ভাইরাসে সৃষ্ট সংকট মোকাবেলায় আরও ৫০ লক্ষ মানুষকে রেশন কার্ডের অন্তর্ভুক্তির কার্যক্রম গ্রহণ করা হয়েছে । আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত কমিটি দল – মত নির্বিশেষে সমাজের হতদরিদ্র , দুস্থ , অসহায় ও কর্মহীন খেটে খাওয়া মানুষ যাতে অন্তর্ভুক্ত হয় সেব্যাপারে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করবে ।
৩ , আওয়ামী লীগের এই ত্রাণ কমিটি করােনা ভাইরাস প্রতিরােধে যাযথ সরকারি নির্দেশনা পালন , সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করবে এবং মানবিক সংকটে জনগণের পাশে দাঁড়াবে । পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নে পরিচালিত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে । জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । বাংলাদেশ চিরজীবী হােক ।