আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে দেশের সব আন্তনগর ট্রেন চালু হতে যাচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ২৫ মার্চ থেকে দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অন্যান্য গণপরিবহনের পাশাপাশি ট্রেন চলাচল শুরু করে। এরপর ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হয়। আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে দেশের সব আন্তনগর ট্রেন চালু হবে।
করোনার স্বাস্থ্যবিধী অনুসরণ করেই এই ট্রেন চলাচল চালু হবে। থাকবে বাধ্যতামূলক কিছু নিয়মাবলি।