শতাব্দীর ভয়াবহ মহামারী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দুরত্ব এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে কঠোর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
এসময় সরকারে প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ ২ এপ্রিল বৃহস্পতিবার থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৪শে মার্চ বিভাগীয় ও জেলা প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে নামে সেনাবাহিনী। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সেনা সদস্যদের মোতায়েন করা হয়। এ সময়, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং গণজমায়েত ঠেকাতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করে সেনা সদস্যরা।