চীনের উহান শহরে আটকাপড়া ৩৬১ জন বাংলাদেশি শিক্ষার্থীকে আনতে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে চীন যাচ্ছে বিশেষ বিমান। এ তথ্য সময় সংবাদকে নিশ্চিত করেছেন বিমান বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন।
বিকেলে রওয়ানা দিয়ে মধ্যরাতে বিমানটি তাদের নিয়ে ঢাকায় ফিরবে। সে প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে কাজে নেমেছেন কিছু দিন আগে অবসরে যাওয়া আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেন। সংস্থাটি এ সঙ্কটে তার অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, চীনের অনুমতি পেলে বাংলাদেশিদের ফেরত আনার জন্য বিমান তৈরি রাখা হয়েছে। তাদের আলাদাভাবে রাখতে হাসপাতালে বিশেষ আয়োজন করেছি। আনার পরে দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীর।
প্রাণঘা’তী এ ভাই’রাস চীনের সব অঞ্চলে ছড়িয়ে পড়লেও দেশটিতে থাকা বাংলাদেশি কেউ এখন পর্যন্ত আ’ক্রান্ত হননি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ফেরত আনার পর বাংলাদেশিদের পর্যবেক্ষণ রাখা হবে।
বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস উহানে থাকা বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের তথ্য সংগ্রহের কাজ ইতোমধ্যে শুরু করেছে। তাদের বেশিরভাগই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
প্রাণঘা’তী ক’রোনা ভাইরা’সে চীনে এখন পর্যন্ত মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। এছাড়া এ ভাই’রাসে আ’ক্রান্তের সংখ্যা ৯০০০ ছাড়িয়ে গেছে।