প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এই রোগে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ এবং মারা গেছেন ২০ জন এছাড়াও গত ২৪ ঘন্টায় ৯৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আজ ৮ এপ্রিল বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।