আজ বিকালে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ করা হবে আসছে বছরের ১৬ জানুয়ারি । ঐ ৬১টি পৌরসভার মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, বাগেরহাট ও ঝিনাইদহ জেলার কয়েকটি পৌরসভাও রয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর ধার্য করা হয়েছে । এই ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম এবং ৩২টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে । ভোটগ্রহণ হবে সকাল আটটা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে ২৮ ডিসেম্বর ২৫টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে ।
যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো, কুষ্টিয়ার সদর, মিরপুর, ভেড়ামারা ও কুমারখালী, মাগুরা সদর, মেহেরপুরের গাংনী, ঝিনাইদহের শৈলকুপা ও বাগেরহাটের মোংলাপোর্ট। অন্য পৌরসভাগুলো হলো :
চট্টগ্রামের সন্দ্বীপ; নেত্রকোনার মোহনগঞ্জ ও কেন্দুয়া; মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জ; নারাণগঞ্জের তারাব; শরীয়তপুর সদর; কুড়িগ্রামের নাগেশ্বরী; গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ; দিনাজপুর সদর, বিরামরপুর ও বীরগঞ্জ; ঢাকার সাভার; নওগাঁর নজিপুর; পাবনার ভাঙ্গুড়া, ফরিদপুর, সাঁথিয়া, সুজানগর ও ঈশ্বরদী; রাজশাহীর কাকনহাট, ভাবনীগঞ্জ ও আড়ানী; সুনামগঞ্জ সদর, ছাতক ও জগন্নাথপুর; হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ।
ফরিদপুরের বোয়ালমারী; ময়মনসিংহের ফুলবাড়িয়া ও মুক্তাগাছা; গোপালপুর ও গুরুদাসপুর; নাটোরের নলডাঙ্গা, বগুড়ার শেরপুর, সারিয়াকান্দি ও শান্তাহার; সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, বেলকুচি, রায়পুর ও কাজিপুর; খাগড়াছড়ি সদর; পিরোজপুর সদর; বান্দরবানের লামা; নীলফামারীর সৈয়দপুর; টাঙ্গাইলের ধনবাড়ী; চান্দিনা; ফেনীর দাগনভূঞা; কিশোরগঞ্জ সদর ও কুলিয়াচর; নরসিংদীর মনোহরদী; এবং নোয়াখালীর বসুরহাট।