দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন ধর্মের, সময়ের ঐতিহাসিক ও প্রত্বতাত্তিক যে সকল স্থাপনা রয়েছে তা আমাদের অন্যতম পর্যটন আকর্ষণ। নওগাঁ জেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার,পতিসর জমিদার বাড়ি, কবিগুরু রবীন্দ্রনা ঠাকুরের কাছারি বাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। নওগাঁ জেলায় অবস্থিত বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক ও প্রত্বতাত্তিক স্থাপনা সমূহের গুরুত্বকে কাজে লাগিয়ে ভারত, ভুটান ও চীনের নাগরিকদের জন্য জায়গাটিকে গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যে রূপান্তরের সুযোগ রয়েছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নওগাঁ জেলার সঙ্গে আয়োজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবের এর সঞ্চালনায় নওগাঁ জেলার জেলা প্রশাসক মো. হারুন -অর-রশিদ-এর সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ প্রমুখ।