ঈদ ও শোকাবহ আগস্ট সামনে রেখে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট সতর্ক অবস্থায় রয়েছে। রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ফাঁকা রাজধানীর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল।
পুলিশ সদর দপ্তরের আগাম সতর্কবার্তা, ঈদুল আজহার নামাজে জমায়েতসহ নানা সমীকরণ সামনে রেখে আগেই প্রস্তুতি নেওয়া হয়ছে।
রাজধানীর নিরাপত্তায় ইতিমধ্যে কাজ শুরু করেছে র্যাব ও পুলিশ। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাসহ সব জায়গায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
শুক্রবার থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলশান ও বারিধারার সব দূতাবাস এবং সংলগ্ন সড়কে থাকছে বাড়তি গোয়েন্দা নজরদারি।
জঙ্গি হামলার আশঙ্কায় ইতিমধ্যে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ কারণেই রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।