সাম্প্রতিক শিরোনাম

ঈদ যাত্রার প্রস্তুতি

ঈদুল আজহার সময় ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পর সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহন চলবে। তবে পণ্যবাহী যানবাহন বন্ধ থাকবে। এরপর গতকাল শুক্রবার পর্যন্ত আর কোনো নির্দেশনা কোনো তরফ থেকে আসেনি।

রবিবারের আগে এ বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলতে পারবেন না। তিনি আরো বলেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যেটা বলেছেন সেটাকেই এখন পর্যন্ত সিদ্ধান্ত হিসেবে ধরে নিচ্ছি।’

আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এটা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিষয়।

তাঁরা সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্যকেই চূড়ান্ত ধরে নিয়ে ঈদ যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। রেলওয়ে বলছে, এখন যেভাবে ট্রেন চলছে, ঈদের সময়ও সেভাবে চলবে। তবে সরকার নতুন করে কোনো নির্দেশনা দিলে সেটা কার্যকর করতে প্রস্তুত তারা।

ঈদের পাঁচ দিন আগে থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত মোট ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দিয়েছিল। করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে কভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছিল। পরামর্শক কমিটি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম থেকে অন্যান্য স্থানে যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেয়। তবে গত বৃহস্পতিবার সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, ঈদের সময় গণপরিবহন চালু থাকবে। আগের দিন নৌপরিবহন প্রতিমন্ত্রীও একই কথা বলেছেন। বিষয়টি এখন এ পর্যায়ে আছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছে।

পোশাকশিল্পে কর্মরত কেউ ঈদে বাড়ি যেতে পারবে না।’

মন্ত্রিপরিষদ বিভাগের কোনো নির্দেশনা বা কোন চার জেলা থেকে লোক যাতায়াত বন্ধ থাকবে এমন কোনো নির্দেশনা না পাওয়ায় আমরা ওবায়দুল কাদেরের বক্তব্যকেই চূড়ান্ত ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি।’ যদিও তিনি মনে করছেন, একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

বাস মালিকরা বলছেন, সরকারি সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হলে শেষ পর্যন্ত তাঁরা ও যাত্রী উভয়ে বিপাকে পড়বে। এখন থেকেই বিষয়টি পরিকল্পিত না হলে শেষ বেলায় এসে স্বাস্থ্যবিধি মেনে চলা অসম্ভব হয়ে উঠতে পারে।

ঈদের যাত্রীরা বিষয়টি নিয়ে স্পষ্ট থাকলে তারা আগেই ছুটি নেবে, টিকিট নেবে। অন্যদিকে তারা ধোঁয়াশার মধ্যে থাকলে শেষের দিকে এসে একসঙ্গে যাত্রীর চাপ বাড়বে। সে সময় স্বাস্থ্যবিধি মানা হয়তো কারো পক্ষেই সম্ভব হবে না।’

করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারঘোষিত সাধারণ ছুটির সময় গণপরিবহন বন্ধ রাখা হয়। সে সময় শেষ সময়ে এসে ব্যক্তিগত গাড়িতে ঈদের ছুটিতে লোকজন বাড়ি যেতে পারবে বলে ঘোষণা আসে। এতে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনাও ঘটে। বিষয়টি মাথায় রেখে সংক্রমণের ঝুঁকি এড়াতেই ঈদুল আজহার সময় চার জেলা থেকে অন্যান্য স্থানে যাতায়াত বন্ধ রাখার পরামর্শ আসে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির কাছ থেকে।

সাধারণ ছুটি প্রত্যাহারের পর সীমিত পরিসরে সারা দেশে গণপরিবহন চলছে। রেলওয়ে ১৭ জোড়া ট্রেন পরিচালনা করছে। আর কয়েক দিন পরেই ঈদুল আজহা। ট্রেনের সেবা বাড়ানোর বিষয়ে কোনো নির্দেশনা পায়নি রেলওয়ে বিভাগ। এমনকি ঈদের আগে মালবাহী গাড়ি চলাচল বন্ধ থাকে, সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, ঈদে সাধারণত যাত্রীর চাপ বেশি থাকে। ট্রেনের সংখ্যা ও কোচ বাড়িয়ে যাত্রীসেবা নিশ্চিত করা হয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। কাজেই নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তাঁরা। সরকার যেভাবে বলবে, সেভাবেই ট্রেন চলবে। তাঁরা মনে করছেন, ঈদের সময় নতুন করে ট্রেনের সংখ্যা বাড়ছে না, যে ট্রেন চলছে সেগুলোই চলবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামছুজ্জামানকে ফোন করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এখন পর্যন্ত ঈদের সময় ট্রেন পরিচালনা কী রকম হবে সে সিদ্ধান্ত আসেনি। অন্যান্যবার ঈদের আগে কনটেইনার পরিবহন বন্ধ রাখা হয়। তবে এবার ট্রেন কম। কনটেইনার পরিবহন বন্ধ রাখা হবে কি না সে বিষয়েও কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।’

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...