ওয়াহেদা খানমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর।
তিনি ওই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, নারীবিরোধী নানা শক্তি সারাদেশে বিভিন্নভাবে তৎপর রয়েছে।
এসব নারীবিরোধী গোষ্ঠী সরকারী কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের প্রতি প্রায়শই হামলা, নানা ধরণের হুমকি ,অসৌজন্যমূলক ভাষা ও আচরণ করে তাঁদের দমিয়ে রাখার অপচেষ্টা করছে।
তাঁদের কাজের পরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে। এমতাবস্থায় নারীবিরোধী শক্তিকে কঠোর হস্তে দমনসহ বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।