গত ২০ শে জুন করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার। এরপর থেকেই বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। এরপর ১৪ দিন পরে আবারও পরীক্ষা করালে তাতেও পজিটিভ আসে। তবে তৃতীয় পরীক্ষায় মাশরাফির করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে তিনি নিশ্চিত করেছেন।
ভেরিফাইড ফেসবুক পেইজে মাশরাফি তার করোনা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি করোনা আক্রান্ত সবাইকে সাহস, মনোবলের সাথে লড়াই করতে অনুরোধ করেন এবং সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন। এবং যারা তার ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন তাদের সকলের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় সবাইকে আরও বেশি সচেতন থাকার পরামর্শ দেন তিনি।