নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসের জিন বিন্যাস উন্মোচন করেছেন বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদ ( বিসিএসআইআর) এর গবেষকরা।
গবেষণাগারের একজন গবেষকের সাথে যোগাযোগ করা হলে তিনি এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ৩ জন করোনা আক্রান্ত রোগীর নমুনা থেকে করোনা ভাইরাসের সম্পূর্ণ জিন বিন্যাস বা জিনোম সিকোয়েন্সিং করেছেন বিসিএসআইআর এর বিজ্ঞানীরা। তিনি জানান, তিনজন করোনা আক্রান্ত রোগীর সম্পূর্ণ জিন বিন্যাসের পরে ডাটা এনালাইসিসে দেখা যায় অ্যামাইনো এসিড লেভেলে মোট নয়টি ভেরিয়েন্ট রয়েছে। ভ্যাক্সিনের জন্য করোনা ভাইরাসের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং খুবই গুরুত্বপূর্ণ।
বারবার চরিত্র বদলের জন্য এই ভাইরাসের ভ্যাক্সিন বানানো কঠিনতর হয়ে পড়ে। তাই এই জিন বিন্যাস করলেই ভ্যাক্সিন পাওয়া খুবই সহজতর হয়ে যাবে বলে তিনি জানান।