করোনা মহামারীর প্রাক্কালে মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ চিকিৎসা সেবা নিশ্চিতের আহবান জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরাম। তারা সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর প্রতি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ উদ্দ্যোগেরও আশা করেন এই বীরেরা।
মংগলবার সকালে এক বিবৃতিতে তারা এ দাও জানান। এছাড়াও বিবৃতিতে সংগঠনের মহাসচিব হারুন হাবিব বলেন, করোনা ভাইরাসে বাংলাদেশে বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাগণ মানবেতর দিনাতিপাত করছেন। সাম্প্রতিক সময়ে বহু মুক্তিযোদ্ধা করোনা ভাইরাসে কিংবা উপসর্গ নিয়ে ইন্তেকাল করেছেন। সরকারি এবং বেসরকারি হাসপাতাল সমূহে বহু মুক্তিযোদ্ধা পরিচয় দিয়েও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভাইরাস শনাক্তে অনেকে পরীক্ষা করাতেও ব্যর্থ হন।জাতির শ্রেষ্ঠ সন্তান বলে বিবেচিত বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই চিকিৎসা বঞ্চিত হয়ে ক্রন্দনরত দৃশ্য দেখা গেছে গণমাধ্যমের মাধ্যমে। যা অনভিপ্রেত ও দূর্ভাগ্যকনক।