বিভাগ জাতীয়

করোনার সাথে বাড়ছে আর্থিক প্রতারণা-মোহাম্মদ হাসান

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

বিশ্বে করোনা ভাইরাস–সংক্রান্ত আর্থিক প্রতারণা বাড়ছে বলে সতর্ক করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল। এই স্বাস্থ্য সঙ্কটে অনলাইনে কোনও চিকিৎসা সরঞ্জাম কেনাকাটার সময় ক্রেতাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা। কারণ, পরিস্থিতিকে হাতিয়ার করে সাইবার দুর্বৃত্তরা আর্থিক প্রতারণার নানা ফাঁদ পেতেছে। আর এই চক্রগুলি গোটা বিশ্বে সক্রিয় হয়ে উঠেছে। ইন্টারপোলের প্রধান জারগেন স্টকের কথায়, অপরাধীরা করোনা ভাইরাসের ভয় এবং অনিশ্চয়তার অপব্যবহার করে নিরীহ নাগরিকদের প্রতারণা করছে। তাই এইসময়ে যাঁরা অনলাইনে সামগ্রী কিনবেন, তাঁরা কিছুটা সময় নিয়ে যাচাই–বাছাই করুন। বিক্রেতা সম্পর্কে যথাযথ খোঁজ নিন। সুনামের সঙ্গে কাজ করে চলেছে, এমন প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করুন। তা না হলে আপনার অর্থে অসাধু অপরাধীরা থাবা বসাবে। ইন্টারপোলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এশিয়া ও ইউরোপে ৩০টি ঘটনায় সাহায্য করা হয়েছে। এর মধ্যে ১৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে ৭ লাখ ৩০ হাজার ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। ইন্টারপোলের পক্ষ থেকে ১৯৪টি সদস্য দেশে নতুন ধরনের সাইবার জালিয়াতির বিরুদ্ধে সতর্ক করে ‘পার্পল নোটিস’ জারি করা হয়েছে।
আর বিশ্বের ‘মাফিয়া’রা? করোনা কি তাদের অপরাধ নেটওয়ার্কেও আঘাত হেনেছে? ‘মাফিয়া’ শব্দটির সহশব্দ ইতালি ও সিসিলি। ইতালির প্রধানমন্ত্রী মৃত্যুর মিছিল ঠেকাতে পারছেন না। তিনি চোখের জল আটকাতে না পেরে শূন্যে মুখ তুলে বলেছেন, ‘আমাদের সব শক্তি-সাহস শেষ। এখন উপরে তাকিয়ে থাকা ছাড়া আমাদের কিছু করার নেই।’ এই অবস্থায় মাফিয়াচক্রও কি উপরওয়ালার সাহায্যের জন্য হাহাকার করছে? তারাও কি বেঘোরে মারা পড়ছে? সংগঠিত অপরাধী চক্রের বৈশিষ্ট্য মৃত্যুকে পরোয়া না করা, ভয় না পাওয়া। এই কারণে যে কোনও দুর্যোগ অপরাধীদের জন্য সুযোগের মহার্ঘ্য সময়। সের্গিও নাজারো ইতালির মাফিয়াবিরোধী সংসদীয় কমিটির চেয়ারম্যান। তাঁর বক্তব্য ছেপেছে ফোর্বস ম্যাগাজিন। নাজারোর দাবি, ‘মাফিয়ারাই এক একটি করোনা ভাইরাস। যেখানেই থাকো না কেন, তোমাকে তারা পাবেই।’ ফোর্বস ম্যাগাজিনের সঙ্গে কুখ্যাত ক্যাপো কার্টেলের শীর্ষ নেতা মাইকেল ফ্রাঞ্জেসেও কথা বলেছে সম্প্রতি। ফ্রাঞ্জেসের সাফ কথা, ‘এটাই তো পাক্কা সুযোগের সময়। আমার সঙ্গীরা এখন রাস্তায়। তারা ব্যস্ত মানুষকে ফাঁদে ফেলার কাজে।’
এই সময়ে বিপন্ন মানুষের সব মনোযোগই করোনার দিকে। ব্যাঙ্ক, বিমা, সঞ্চয়, সম্পদ ইত্যাদির চিন্তা জীবনের চিন্তা, সংসার-সন্তান-পরিজনের চিন্তার কাছে তুচ্ছ। ফলে অপরাধী চক্রের অপরাধ-জাল আরও বিস্তৃত করার মোক্ষম সময় এটি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাকিং, অন্যের ব্যক্তিগত তথ্য চুরি, মিথ্যা ভয় দেখানো, অপহরণ, ইত্যাদি নানা ধরনের প্রতারণাসহ মানুষকে বিপদে ফেলা ও নিঃস্ব করার প্রক্রিয়ায় তারা সারা বছরই সচেষ্ট থাকে। এই সময়ে মানুষের আবেগ, আতঙ্ক ও অসতর্কতা অনেক বেশি বলে তাদের অপরাধকর্ম চালিয়ে যাওয়া অনেক বেশি সহজ। এই সময় আন্তর্জাতিকভাবে সংগঠিত অপরাধী গোষ্ঠীগুলো মনোযোগ দেবে তথ্যপ্রযুক্তিভিত্তিক অপরাধের দিকে। গত ১৭ মার্চ বিখ্যাত অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি বলেছে, হ্যাকাররা করোনার সুযোগে প্রতিদিনই নিত্যনতুন কম্পিউটার ভাইরাস ছড়াচ্ছে। ভাইরাসগুলোর বেশিরভাগেরই উদ্দেশ্য অর্থ হাতানো, ব্যক্তিগত তথ্য চুরি করা, ব্ল্যাকমেল করা ইত্যাদি। অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া ও কানাডায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামে ভুয়ো ইমেল পাচ্ছে কেউ কেউ।
উন্নত, উন্নয়নশীলসহ সব দেশেই এই সময় নানা অপরাধ সংগঠিত হতে পারে। করোনার বিপদ যত দীর্ঘায়িত হবে, নানা রকম অপরাধের ঝুঁকিও ততই বাড়বে। অপরাধী দমনের যথাযথ প্রস্তুতি এখনই না নেওয়া হলে আগামী দিনগুলো হয়ে উঠতে পারে অপরাধীদের জন্য আশীর্বাদ। আর সাধারণ মানুষের জন্য অভিশাপ।
লেখকঃ মোহাম্মদ হাসান, সাংবাদিক ও কলামিস্ট।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

রাওয়ালপিন্ডিতে বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…

August 24, 2025

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…

April 24, 2025

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…

February 26, 2025

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…

December 29, 2024

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024
Sponsored