গত ২৫ই মে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরীর করোনায় আক্রান্ত হবার বিষয়টি জানা যায়। এরই মাঝে তার স্ত্রী ও দুই মেয়ের করোনায় আক্রান্ত হবার সংবাদ পাওয়া গেছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি জানান, তার স্ত্রী ও দুই মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। তারা এখন সবাই নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি জানান, এখনো পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা স্থিতিশীল আছে। যদিও সামনের কয়েকটি দিন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে তারা সবাই এখন পর্যন্ত সুস্থ ও স্বাভাবিক আছেন।