চলমান করোনাযুদ্ধে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে প্রাণ দিলেন ফ্রন্ট ফাইটার বাংলাদেশ পুলিশের আরও এক কর্মকর্তা।
শহীদ এই পুলিশ কর্মকর্তা হলেন ইন্সপেক্টর মোঃ আব্দুল জলিল (৫৫)। তিনি কুড়িগ্রাম জেলায় কর্মরত ছিলেন।
করোনাক্রান্ত হয়ে তিনি ৯ জুন ২০২০ বেলা দেড়টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার দীপ চাঁদপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বাংলাদেশ পুলিশের উদ্যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে ডিএমপি নিউজ সূত্রে প্রকাশ।
বর্তমান করোনাকালে এ যাবত বাংলাদেশ পুলিশের ২০ জন বীর সদস্য শহীদ হয়েছেন।